![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবেক সাধারণ সম্পাদক, জেলা কবি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ও সভাপতি, জাতীয় সাংবাদিক ক্লাব, কেন্দ্রীয় কমিটি।
২০১৩ সালে সাভারে সমকামী এক কওমী মাদ্রাসা শিক্ষকের যৌন নির্যাতনের শিকার হয়ে মারা গেছে ৯ বছরের শিশু শিক্ষার্থী গোলাম রাব্বী। এ ঘটনায় আদালতে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা মোশাররফ হোসেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, অর্থের অভাবে গার্মেন্টস কর্মী কালাম ও নাহারের একমাত্র ছেলে রাব্বীকে হাফেজী পড়াশোনা করতে ভর্তি করেন মাদ্রাসায়। ৩ জুন হঠাৎ ছেলের অসুস্থতার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে কালাম জানতে পারেন, তার একমাত্র সন্তান আর বেঁচে নেই। প্রথম পর্যায়ে এটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও, ঘটনার দুইদিন পর পুলিশি তদন্তে বেরিয়ে আসে রাব্বীর ওপর অমানবিক নির্যাতনের বিষয়টি। এরপর দোষী শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হলে, সেখানেই সে হত্যার পুরো ঘটনার বর্ণনা দেয়। রাব্বীকে যৌন নির্যাতনের পরে সে এই ঘটনা তার বাবা মায়ের কাছে প্রকাশ করার কথা বললে, মোশাররফ তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন।
অপর দিকে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছত্রকে বলৎকারের অভিযোগে সিরাজগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে স্থানীয় জনতা মারপিট করে পুলিশে সোর্পদ করেছে। অভিযুক্ত শিক্ষক আব্দুস সবুর (৩৮) শহরের মালসাপাড়া কবরস্থান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার বাংলা শিক্ষক ও কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পরানপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে। ২০১৪ সালে সোমবার রাতে এ ঘটনার পর ওই ছাত্রের মা রাতেই থানায় লিখিত অভিযোগ করেন।
জানা যায়, শহরের ধানবান্ধি জেসি রোডের বাসিন্দা ওই ছেলেকে ৩ বছর আগে সিরাজগঞ্জ পৌরসভার তত্বাবধানে পরিচালিত ওই মাদ্রাসায় হাফিজি পড়ার জন্য ভর্তি করা হয়। ১৭ই ডিসেম্বর রাতে শিক্ষক আব্দুস সবুর ওই ছাত্রকে চায়ের কাপ ধুয়ে দেয়ার কথা বলে তার রুমে ডেকে নিয়ে দরজা আটকে জোরপূর্বক বলৎকারের চেষ্টা করে।
এদিকে হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের আবু হুমায়রা আর্দশ হেফজখানার এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে তার মা বাদি হয়ে এক শিক্ষকের বিরদ্ধে মামলা করেন ২০১৩ সালে। শফিক হাটহাজারী উপজেলার বাগানবাজার ইউনিয়নের পুরান রামগড় গ্রামের কাজী বাড়ির করিমুল হকের ছেলে। নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্র গত ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি ওই মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ভর্তি হয়। হাটহাজারী থানার উপ-পরিদশর্ক (এসআই) নজরুল ইসলাম জানান, গত ৬, ২০১৩২ জুলাই ঘটনাটি ঘটে।
অপর দিকে বাংলাদেশে কওমি মাদ্রাসা কত আর এর শিক্ষার্থী সংখ্যাই বা কত এর কোন আনুষ্ঠানিক হিসেব নেই। নানা দল-উপদলে বিভক্ত কওমি মাদ্রাসাগুলোর রয়েছে অন্তত ১৯টি আলাদা বোর্ড যা তারা নিজেরাই গঠন করে নিয়েছে। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড বলছে এসব বোর্ডের ওপর সরকারেরও কোন নিয়ন্ত্র¿ণ নেই। আর সে কারণেই কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষা পদ্ধতি বা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোন ব্যবস্থাও নেয়া সম্ভব হয়না বলে অভিজ্ঞ মহলের অভিমত। বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় এনে সরকারী নজরদারী বৃদ্ধি করা প্রয়োজন। তাহলেই মাদ্রাসাগুলোতে ছাত্র নির্যাতন অনেকাংশে হ্রাস পাবে। এছাড়া অভিযুক্ত শিক্ষকদেরকে দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করলে হয়তো কওমী মাদ্রাসায় ছাত্র নির্যাতনের ঘটনা বন্ধ হবে।
২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৪
৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
গার্মেন্টস কর্মীডের ছেলেমেয়েদের সম্পুর্ণ ফ্রি পড়ালেখার সুযোগ করে দেয়া হোক।
৪| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৮
মহান অতন্দ্র বলেছেন: আপনারা কি লেখার আর কিছু খুঁজে পান না? বিরক্তিকর, অহেতুক সব খোঁচাখুঁচি ব্যাপার নিয়ে লেখেন!
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৬
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: ওনারা এই কাজটি করতে পারে আর আমরা এদের বিরুদ্ধে কথা বললে দোষ? @ মহান অতন্দ্র
৫| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩
প্রামানিক বলেছেন: দেশের প্রশাসন যদি এদিকে নজর দেয় তাহলে এগুলো অনৈতিক কার্যকলাপ বন্ধ করা কোন ব্যাপার না।
৬| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৭
নতুন বলেছেন: কওমী মাদ্রাসার শিক্ষকেরা কি সমকামী!!!
কয়েকটা ঘটনার জন্য পুরো মাদ্রাসার শিক্ষকদের সমকামী বলে শিরোনাম দেও ঠিক হয়নি।
সমাজের মানুষের সচেতনতা বাড়ানো দরকার।
সমকামী সব খানেই আছে। মাদ্রসার বিষয়টি সবার বেশি নজরে আসে। এটা বন্ধে মাদ্রাসা কতৃিপক্ষের আরো অন্তরিক হওয়া দরকার।
৭| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:২৩
আর জে নিশা বলেছেন: মাদ্রাসা নিয়ে একটু ভিন্ন পসঙ্গে বলতে চাই, একটি সঠিক জরীপ (সার্ভে) হওয়া উচিত বাংলাদশে কয়টি মাদ্রাসা দান করা বা নিজ জমি তে প্রতিষ্টিত হয়েছে আর কয়টি মাদ্রাসা দখল করা জমি সহ সরকারী খাস জমী, হিন্দু (এ্যানিমি) প্রপার্টি তে প্রতিষ্টিত হয়েছে ? বাংলাদেশ সরকারের হাতে যেদিন এই তথ্য আসবে সরকার মাদ্রাসা নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজন পড়বে আশা করি ।
৮| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৭
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: আপনারা সবাই ঠিকই বলেছেন। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং জনগণকেও সচেতন হতে হবে।
৯| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোস্টের শিরোনামটি আপত্তিকর। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষকদের মধ্যে অনেকেই বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন। তাই বলে সবাই নিশ্চয় এই রকম নন। আপনার বক্তব্যটি অনেক এমন শোনালো যে ব্লগার মানেই নাস্তিক!!!
অনুগ্রহ করে আপনার পোস্টের শিরোনামটি পরিবর্তন করুন । কওমী মাদ্রাসায় কেন এই সমস্যাগুলো হচ্ছে, এই ধরনের বিকৃত মানসিকতা থেকে মানুষকে রক্ষা করতে কি করা উচিত সেই সম্পর্কে কিছু বলুন।
১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৯
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: আপনি বলুন তো, পবিত্র কোরআন শরীফ এবং হাদীস শরীফে একথা বলা হয়েছে কি যে, কওমী মাদ্রাসার শিক্ষকগণ অপকর্ম করলে তাদের সমালোচনা করা যাবে না? যদি কেউ সমালোচনা করে তাহলে সেই ব্যক্তি নাস্তিক হয়ে যাবে? তাহলে আপনি আমার শিরোনাম দেখে কিভাবে বুঝবেন যে ব্লগার মানেই নাস্তিক!!!!!!!!!!!!!!
১০| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না, এমন কথা কোথাও বলা হয় নি আর আপনাকে কেউ সমালোচনা করতে নিষেধও করছে না। আপনাকে বলাও হয় নি, যে সমালোচনা করলেই আপনি নাস্তিক হবেন। আপনার শিরোনামটির একটি জেনারালাইসড ম্যাসেজ দিচ্ছে এবং সেই থেকে বিভ্রান্তির অবকাশ রয়েছে, তা আগের মন্তব্যেই আমি স্পষ্ট করে বলেছি। যেমনটা জেনারালাইসড করে বলা হয়েছিল ব্লগার মানেই নাস্তিক।
আপনার মন্তব্য পড়ে মনে হয় কওমী মাদ্রাসার সব শিক্ষক সমকামী। আপনি কি এটা নিশ্চিত ভাবে বলতে পারেন তাদের সবাই সমকামী? আমার আগের মন্তব্যে উল্লেখ্য করেছি যে, মাদ্রাসা শিক্ষকদের মধ্যে অনেকেই বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন। তাই বলে সবাই নিশ্চয় এই রকম নন, অন্তত এমনটাই আমরা আশা করি। তাই আপনাকে অনুরোধ করেছি জেনারালাইজড বক্তব্য না দেয়ার জন্য। জেনারালাইজড বক্তব্য যে কোন কমিউনিটির জন্য দুঃখজনক। সেটা ব্লগার হোক কিংবা মাদ্রাসার শিক্ষক।
১১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫২
নতুন বলেছেন: আপনার শিরোনামটির একটি জেনারালাইসড ম্যাসেজ দিচ্ছে এবং সেই থেকে বিভ্রান্তির অবকাশ রয়েছে, তা আগের মন্তব্যেই আমি স্পষ্ট করে বলেছি। যেমনটা জেনারালাইসড করে বলা হয়েছিল ব্লগার মানেই নাস্তিক।
@ লেখক<< আপনি সবাইকে এক কথায় খারাপ বলতে পারেন না।
১২| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪১
টারজান০০০০৭ বলেছেন: প্লেটো কি সাধেই তার আদর্শ রাষ্ট্রে কোনো কবি রাখে নাই !
মৌমাছির গুন হইলো ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করা। আর মাছির গুন হইলো গুয়ে গুয়ে ঘুরে............. হওয়া। ছাম্বাদিক হইয়া যান।সমকাম, ধর্ষণের খবরে পুলিৎজার পাইবেন !
সব মাছ গু খায় , ঘাইরা মাছের নাম হয়। সাদা কাপড়ে দাগ বেশি পরে ! কালো হইলে দেখাই যায় না !
মুছুল্লি কখনো চোর হয়না। চোরই মুছুল্লি সাইজা জুতা চুরি করে।
বুইজ্যা লন।বুঝলে তাল গাছ, না বুঝলে ..............
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০২
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: কওমী মাদ্রাসার শিক্ষকদের সমকামীতার খবর জানতে ক্লিক করুন।
http://www.banglasongbad24.com/content/news/7844