![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবেক সাধারণ সম্পাদক, জেলা কবি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ও সভাপতি, জাতীয় সাংবাদিক ক্লাব, কেন্দ্রীয় কমিটি।
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করে মহা নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। তাই মহান আল্লাহপাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, আলহামদুল্লিাহ।
মহান আল্লাহ পাক উনার আপন হাবিব হযরত মুহাম্মদ (সঃ) কে সমগ্র পৃথিবীতে সর্বাবস্থায় হাজির ও নাজির করে সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন- হে নবী! নিঃসন্দেহে আমি আপনাকে প্রেরণ করেছি হাজির-নাজির (উপস্থিত, পর্যবেক্ষণকারী) করে, সুসংবাদদাতা, সতর্ককারীরূপে এবং আল্লাহর প্রতি তাঁর নির্দেশে আহ্বানকারী আর আলোকোজ্জ্বলকারী সূর্যরূপে। - সুরায়ে আহযাব, আয়াত নং-৪৫।
উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আবুস সউদ ৪র্থ খন্ড ১০৭/১০৮ পৃষ্ঠা, তাফসিরে রুহুল মায়ানী ২২পারা ৪৫ পৃষ্ঠা ও তাফসিরে জুমাল ৩য় খন্ড ৪৪৩ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে- যাদের প্রতি আপনাকে প্রেরণ করা হয়েছে, তাদের সকলের জন্য আমি আপনাকে শাহিদ তথা হাজির ও নাজির করে পাঠিয়েছি। আপনি তাদের অবস্থাদি পর্যবেক্ষণ করতে থাকবেন, তাদের আমল সমূহও প্রত্যক্ষ করবেন এবং তাদের প্রত্যক্ষদর্শী সাক্ষী বহন করবেন এভাবে যে, তাদের মধ্যে কারা সত্যবাদী ঈমানের উপর অটল আছে, কারা ঈমানহারা হয়ে মিথ্যার মধ্যে রয়েছে, কারা সঠিক হেদায়েতের মধ্যে বিদ্যমান এবং কারা গোমরাহীর মধ্যে নিমজ্জিত রয়েছে। কিয়ামতের দিনে আপনার এসকল সাক্ষী ঈমানদারদের পক্ষে এবং কাফেরদের বিপক্ষে আল্লাহর দরবারে মকবুল হবে।
উপরে বর্ণিত তাফসিরগুলো থেকে স্পষ্ট বুঝা যায় যে, আল্লাহর হাবীব সাঃ আল্লাহপ্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির।
সহীহ বোখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইমাম কাসতালানী (রাঃ) মাওয়াহিবে লাদুনিয়া নামক কিতাবের ২য় জিলদের ১৯২ পৃষ্ঠায় তিবরানী শরীফ থেকে একখানা হাদীস শরীফ রেওয়ায়েত করেছেন তাহা এই- হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত রাসুলে পাক (সাঃ) এরশাদ করেছেন যে- নিশ্চয় আল্লাহ তাআলা আমার জন্য সারা বিশ্বজগতকে উঠিয়ে রাখছেন। সুতরাং আমি সারা বিশ্বজগত দেখছি এবং কিয়ামত পর্যন্ত এজগতে যা কিছু হবে তা দেখতে থাকব। যেমন হাতের তালুকে দেখছি।
আল্লামা জারকানী (রাঃ) তাঁর লিখিত “ জারকানী শরীফ” নামক কিতাবের ৭ম জিলদের ২০৫ পৃষ্ঠায় উক্ত হাদীস শরীফের ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে, আল্লাহপাক আমার জন্য সারা দুনিয়াকে উঠিয়ে রাখছেন অর্থাৎ সারা দুনিয়াকে আমার জন্য জাহির ও কশফ করে খুলে দিয়েছেন এভাবে যে, আমার আয়ত্বাধীনে সারা দুনিয়ার বস্তুকে করে দিয়েছেন। সুতরাং আমি সারা বিশ্ব জগতকে দেখছি এবং কিয়ামত পর্যন্ত দেখতে থাকব। আল্লামা জারকানী (রাঃ) বলেন রাসুলে মকবুল (সাঃ) আল্লাহ প্রদত্ত ক্ষমতাবলে নিজ চোখ মুবারক দ্বারা হাকিকী নজরে দেখছেন। এখানে নজরে ইলিমও মুরাদ লওয়া যাবেনা এবং তা দেখার সংবাদ ও মুরাদ লওয়া হবেনা।
এই আলোচনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, সাহবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, মুহাদ্দিসীন, মুফাসসিরীন এমনকি সমস্ত আউলিয়ায়ে কেরামের আকিদা হল আল্লাহর হাবিব হাজির ও নাজির।
নবম শতকের মুজাদ্দিদ আল্লামা জালাল উদ্দিন সূয়ুতী (রাঃ) তাঁর লিখিত “ আল হাবী লিল ফাতাওয়া” নামক কিতাবের ২য় জিলদের ১৫৩ পৃষ্ঠায় “আম্বাউল আযকিয়া ফি হায়াতিল আম্বিয়া” অধ্যায়ে উল্লেখ করেন যে- হুজুর (সাঃ) এর এ দুনিয়াতে পাঁচটি কাজ রয়েছে। তা হলো-
১। উম্মতের আমলের প্রতি নজর বা দৃষ্টি মুবারক রয়েছে। অর্থাৎ আল্লাহর হাবিব উম্মতের আমল সমূহ দেখছেন।
২। উম্মতের জন্য আল্লাহর হাবীব এস্তেগফার করছেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাঃ আল্লাহ তাআলার দরবারে উম্মতের গুনাহ মাফের জন্য সুপারিশ করছেন।
৩। উম্মত যেন গুনাহর কারণে বালা মুসিবতে পতিত না হয় সেজন্য আল্লাহর হাবিব (সাঃ) শাহানশাহী আল্লাহর দরবারে দোয়া করছেন।
৪। আল্লাহর হাবিব পৃথিবীর সর্বত্র পরিভ্রমণ করে সর্বত্র (শহর-বন্দর, গ্রাম-গঞ্জ, এলাকা, আতরাফ সব এলাকায় নিজ হাত মুবারক দ্বারা খায়র ও বরকত প্রদান করছেন।
৫। নিজ উম্মতের নেক বান্দার ওফাত হলে আল্লাহর হাবিব (সাঃ) তার জানাজাতে হাজির হয়ে আল্লাহপাকের শাহানশাহী দরবারে এ জানাজাকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন।
রাসুল (সাঃ) এর হাজির ও নাজিরের বিষয়ে আরো অনেক দলিল রয়েছে। সেগুলি পরে প্রকাশ করা হবে।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ ভাই আপনি নিচের প্রশ্নগুলো দিয়ে তক বুঝাতে চাচ্ছেন একটু বুঝিয়ে বলুন।
তার পাশের দেশ ইয়েমেনে তারই স্বদেশী সৌদী ও আমিরাতী বাহিনী গত তিন বছর ধরে বোমা হামলা চালিয়ে তারই উম্মত ইয়েমেনের হাজার হাজার মানুষকে হত্যা করছে তিনি কি সেটা জানেন ? পাশ্ববর্তী ইরাক,সিরিয়া জুড়ে বছরের পর বছর মুসলিমরা নিজেদের মধ্যে যুদ্ধ করে চলেছে ,হাজার হাজার মুসলিম নিহত হয়েছে তিনি কি সেটা জানেন ? দশ লাখ রোহিঙ্গা আজ বাংলাদেশে শরণার্থী, ফিলিস্তিনিদের দুর্দশা অব্যাহত , তিনি কি জানেন ?
২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩
ঢাকার লোক বলেছেন: রাসূল (স) একজন মানুষ ছিলেন এবং তাঁকে আল্লাহর গুণাবলীতে গুনান্নিত করার সুযোগ নেই যা বাড়াবাড়ি পর্যায়ে পড়ে, তার সম্বন্ধে বাড়াবাড়ি করতে রাসূল (স) নিজে নিষেধ করে গেছেন ।
এ লিংকে এর কিছু উত্তর পাবেন, https://islamqa.info/en/6084
আল্লাহ আপনাকে সঠিক জ্ঞান এবং বুঝ দান করুন ।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: ভাই ঢাকার লোক, আপনি আল্লাহর গুণাবলীতে গুনান্নিত বলতে কি বুঝাতে চেয়েছেন একটু বুঝিয়ে বলুন।
৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩
ঢাকার লোক বলেছেন: আপনি যে ধরনের জ্ঞানের কথা বলেছেন তা যদি রাসূল (স) এর থাকতো তবে তার মৃত্যু পরবর্তী ঘটে যাওয়া উমর (রা ) , উসমান (রা) , আলী (রা ) , প্রিয় নাতি হাসান (রা) হুসেন (রা)র হত্যাকান্ড গুলি সম্পর্কে তাদেরকে সতর্ক করে যেতে পারতেন ! পারতেন ওহুদের যুদ্ধে মুসলমানদের সমূহ ক্ষতি থেকে বাঁচাতে, অথচ নিজেকেও তিনি আহত হওয়া থেকে রক্ষা করতে পারেন নি !
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: আপনার কথাগুলো শুধুমাত্র যুক্তি। তার মৃত্যু পরবর্তী ঘটে যাওয়া উমর (রা ), উসমান (রা) , আলী (রা ) , প্রিয় নাতি হাসান (রা) হুসেন (রা)র হত্যাকান্ড গুলি সম্পর্কে কি মহান আল্লাহ পাক জানতেন না? অবশ্যই জানতেন। আল্লাহ তো ইচ্ছা করলে এসব ঘটনাই ঘটতো না তাহলে কি বলবেন আপনি?
আপনার এসব যুক্তি ইসলামে গ্রহণযোগ্য নয়।
৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুরা আহজাবের 45 নাম্বার আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন আপনি।সুরা আহজাবের 45 নাম্বার আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন আপনি। এর অর্থ নিচের ছবিতে দেওয়া হল।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: আপনারাইতো সূরা আল-আহযাবের ৪৫নং আয়াতের ভুল তর্জমা এবং ব্যাখা দিয়ে যাচ্ছেন।
৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩
মেমননীয় বলেছেন: প্রকৃত ধর্মীয় শিক্ষা ও জ্ঞানের অভাব!
আল্লাহ আপনাকে কিছু জ্ঞান দান করুক!
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: আগে নিজে গ্রহণ করুন তারপর অন্যকে বলূন।
৬| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: ধর্মের পোষ্ট আরও বেশি বেশি দিবেন।
অনেক কিছু জানার বাকি।
৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই জন্যই কি মিলাদ পড়তে গিয়ে দাঁড়িয়ে যান উনি আসছেন মনে করে? এগুলো বাদ দেন প্লিজ...
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: আপনি তো ভাই বিচার মানেন, কিন্তু ন্যায় অন্যায় যাই হোক তালগাছ আপনার, আপনার সাথে আর কি বলব?
৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩০
অনেক কথা বলতে চাই বলেছেন: আপনার মতন মানুষের কারনে সাধারন মুসলিমদের ইমানের বারটা বাজে। এসব কথা লিখার কি খুব দরকার ছিল?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮
কাজী জহির উদ্দিন তিতাস বলেছেন: ধর্মীয় বিষয় না বুঝলে তো ঈমানের ১২টা বাজবেই।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ কাজী জহির উদ্দিন তিতাস- নবী হযরত মুহাম্মদ (স) হাজির নাজির বুঝলাম , তিনি উম্মতের বালা মুসিবতের জন্য আল্লাহ্ দরবারে দোয়া করে মানলাম,সারা দুনিয়া পরিভ্রমণ করে জানলাম .... কিন্ত প্রশ্ন জাগে , তার পাশের দেশ ইয়েমেনে তারই স্বদেশী সৌদী ও আমিরাতী বাহিনী গত তিন বছর ধরে বোমা হামলা চালিয়ে তারই উম্মত ইয়েমেনের হাজার হাজার মানুষকে হত্যা করছে তিনি কি সেটা জানেন ? পাশ্ববর্তী ইরাক,সিরিয়া জুড়ে বছরের পর বছর মুসলিমরা নিজেদের মধ্যে যুদ্ধ করে চলেছে ,হাজার হাজার মুসলিম নিহত হয়েছে তিনি কি সেটা জানেন ? দশ লাখ রোহিঙ্গা আজ বাংলাদেশে শরণার্থী, ফিলিস্তিনিদের দুর্দশা অব্যাহত , তিনি কি জানেন ? তিনি কি কেবল দরূদ ও সালামেরই জবাব দিবেন ?