নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। তুলোর মত মেঘের সাথে সুয্যিমামার লুকোচুরি খেলা। নীল আকাশের এই বিশালতার সাথে কাশফুলের নরম ছোঁয়ায় নৃত্য ছন্দের বোল তোলা মিষ্টি হিমেল হাওয়া আর ভোরে আঙিনার শিশির সিক্ত ঝরে পড়া শুভ্র শিউলির ঘ্রানে মেখে ঘোষনা দেয় শরতের আগ

শরতের আকাশ

আমি সরল মনের সুখি একজন মানুষ। আমি সবাই কে বিস্বাশ করি।

শরতের আকাশ › বিস্তারিত পোস্টঃ

সাম্প্র্রতিক বিশ্ব সমীক্ষা -২০১৫

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

1) মোট জনসংখ্যাঃ ১৫.৭৯ কোটি
2) জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৬ %
3) পুরুষ:মহিলা :: ১০৪.৯ : ১০০
4) জনসংখ্যার ঘনত্তঃ ১,০৩৫ জন
5) শিশু মৃত্যু হারঃ ৩৩ জন (এক বছরের কম বয়সী)
6) প্রত্যাশিত গড় আয়ুঃ ৭০.৭ বছর
7) সাক্ষরতার হারঃ ৬২.৩%
8) দারিদ্রের নিম্নসীমাঃ ১৭.৬%
9) জি.ডি.পিঃ ১৫,১৩,৬০০ কোটি টাকা (চলতি মূল্য)
10) মাথাপিছু জি.ডি.পিঃ ১,২৩৫ (মার্কিন ডলার)/ ৯৫,৮৬৪ টাকা
11) মাথাপিছু আয়ঃ ১,৩১৪ (মার্কিন ডলার)/ ১০২০২৬টাকা
12) মোট তফসিলি ব্যাংকঃ ৫৬ টি
13) আর্থিক প্রতিষ্ঠানঃ ৩১ টি (নন ব্যাংক)
14) জি.ডি.পি প্রবৃদ্ধিঃ ৭.০০%
15) মূল্যস্ফীতিঃ ৬.২%
16) কৃষি খাতের অবদানঃ ১৫.৯৬% (সাময়িক)
17) শিল্প খাতের অবদানঃ ৩০.৪২% (সাময়িক)
18) সেবা খাতের অবদানঃ ৫৩.৬২% (সাময়িক)
19) সর্বোচ্চ বিনিয়োগকারী দেসঃ যুক্তরাজ্য (১) , দক্ষিন কোরিয়া (২)
20) বেশী আমদানীঃ চীন, ভারত(২য়- এশিয়ার ১ম)
21) বেশী রপ্তানীঃ যুক্তরাষ্ট্র

বিসিএস এর প্রস্তুতির জন্য কারো কাজে লাগতে পারে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

বাংলা কার্টুন বলেছেন: :-B :-B বিসিএস এর জন্য জ্ঞান বাড়ান আর প্রাকটিস করার জন্য Mcq Exam পরীক্ষা দিন

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

কালের সময় বলেছেন: আমার কাজে লাগবে না =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.