নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মগ্ন

নির্বিকারবাদি

গবেষণা কাজের সঙ্গে সংযুক্ত

নির্বিকারবাদি › বিস্তারিত পোস্টঃ

ধারাপাত

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪

ধারাপাত
১।
ডেভিড ক্যামেরুনের মত কোন ঘটনা যদি বাংলাদেশে ঘটতো, তাহলে আমাদের মিডিয়া গুলোর কি অবস্থা হত একবার চিন্তা করেন। সকল চ্যানেলে লাইভ, টক-শো, লাইভ টক-শো, মধ্য রাতের টক-শো, কলাম, ফিচার, ব্যর্থতন্ত্র, শোকতন্ত্র, আনন্দতন্ত্র ইত্যাদি নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের চরম পান থেকে চুন বিশ্লেষণ চলতে থাকত।
২।
আন্তর্জাতিক ভাবে আমাদের পরিচয় দানকারী সংস্কৃতি কি? জানতে আগ্রহী। আরও জানতে আগ্রহী ব্যবহারিক সাস্কৃতিক লেনদেন ও সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশের অবস্থান।
৩।
যে দেশ ত্রিশ লক্ষ্ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে অন্তত সেই দেশের জনগণের স্বাধীনতাকামী যুদ্ধ (কাশ্মীর প্রসঙ্গে) ও জঙ্গির মধ্যে পার্থক্য অনুধাবনের ন্যূনতম জ্ঞান থাকা আবশ্যক।
৪।
আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী মহলের বুদ্ধি-শুদ্ধি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মাঝে মাঝে মনে হয় হান্টিংটন একটা বাল মাত্র ।
৫।
১৫০০০ গ্রেফতার > গুলশান হামলা> বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭৭ শিক্ষার্থী নিখোঁজ > রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের চুক্তি গোপনে স্বাক্ষর। সমীকরণটি কি কোন আন্তঃসম্পর্ক নির্ধারণ যোগ্য ?
৬।
প্রশ্ন ঃ গত প্রায় ৩-৪ সপ্তাহ যাবত আমাদের দেশের অবস্থা খুবই ঘোলাটে, “এই ঘোলা পানিতে মাছ শিকার করছে কে” রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পকে কি একটা মাছ হিসাবে কল্পনা করা যায় ?????????????

"হয়ত কেউ আরো বড় মাছ শিকারের ধান্দায় আছে"

ভুল ত্রুটি মার্জনীয়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৬

SwornoLota বলেছেন: নিঃসন্দেহে আপনার ধরে ফেলা মাছটি একটি বিরাট বোয়াল। মিতু আর তনুরাও খানিক।

এর পর আসছে ভূমিকম্প!!

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:০২

নির্বিকারবাদি বলেছেন: আমাদের কপালে যে কি আছে তা শুধু ভাগ্য নিয়ন্ততাই ভাল জানেন ......................... তবে যে দিকে দেশ ধাবিত হচ্ছে তাতে বিপর্যয় অনিবার্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.