![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আছো
রাকিবুল রকি
-------------
আছো, বহুদূর,
তবু বুকের ভিতর তোমার নূপুর
বাজে অহোরাত্রি;
জানি না সময়
করবে কি এক
আলাদা পথের যাত্রী!
আছো, হাসি-কান্না নিয়ে
মুখ বইয়ে
খুব কাছাকাছি
তবু আমার এ আঙুলের চেয়ে
তোমার শূন্যতার মানে
কে জানে?
কে জানে আমার জীবনের চেয়ে
তুমি ছাড়া কত অর্থহীন এই বাঁচাবাঁচি!
04/12/13
©somewhere in net ltd.