![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাকিবুল রকি
=======
স্বাধীনতা কাকে বলে
স্বাধীনতা মানে কী?
এ কি কোন অশ্বডিম্ব,
নাকি খাঁটি গাওয়া ঘি!
স্বাধীনতা যায় কি পাওয়া
শপিংমলে কেজির দরে
নাকি থাকে বড়লোকের
ফুর্তি করার ঠাণ্ডা ঘরে।
স্বাধীনতা খাকে কি ভাই
জলপাই রঙ আর বুটের তলায়,
নাকি থাকে ভুল মানুষের
ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথায়
স্বাধীনতা মানে কি হায়
দেশকে নাচানো?
মানুষ মেরে নিজের দলের
চামচা বাঁচানো?
স্বাধীনতা কাকে বলে
জানতে জাগে স্বাদে
এ কি সত্যি মুক্তির বাণী
নাকি ধ্বংসের ফাঁদ!
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
কাজী রাকিবুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে। প্রকৃত স্বাধীনতা আমরা পাবোই এইতো আপনার আমার আশা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
এম এ কাশেম বলেছেন: স্বাধীনতা মানে শক্তির কাছে আজ সত্যের পরাজয়
স্বাধীনতা মানে আজ চামচাদের হৈ হৈ রৈ রৈ জয়।