![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা ফিরেনি এখনও
তাই তো এমন ঘর ছাড়া হতে সাধ জাগে
ওদের রক্তাক্ত স্মৃতি মনে করে
সূর্য আজও গোধুলী লগনে
রক্ত রাঙা বসনে শরীর ঢাকে!
ওরা কারা, অকুতোভয় নির্ভীক প্রাণ?
চেনো না ওদের? ওরাই জাতির সূর্যিত সন্তান!
কান পাতো হাঁটে মাঠে ঘাটে বাটে
শোন কী বলে বাংলার চৌষট্টি হাজার গ্রাম
ভোলেনি তাদের কেউ, যুগে যুগে যারা
দেশের কল্যাণে করেছে সংগ্রাম
দেখ ভালো করে, পথে পথে আজও অম্লান ওদের
রক্তের আল্পনা
তাদেরই পদাঙ্ক ধরে মিছিলে মিলেছি
দেবো প্রাণ, ঘুচাবো সকল বঞ্চিতের নিভৃত বেদনা!!!
©somewhere in net ltd.