![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌন্দর্য্য, প্রয়োজনের পাশে বড় অসহায়!
আজন্ম বৈরিতা তাদের
যেমন বৈরী অহি-নকুল, তোমার-আমার কিংবা
ভারত-পাকিস্তান সম্পর্ক!
অটোরিকশা দেখে তাই
কারো মনে উঁকি দেয় না ধুমকেতুর কথা
অথবা নক্ষত্র পতনের দূরাগত স্মৃতি।
অথচ অটোরিকশা মানে বাড়তি খরচ থেকে স্বস্তি,
কিছুটা গতির সাথে জীবনের যোগ
অনেকের মাঝেও নিজের ভিতরে
ডুবে যাওয়ার সুবর্ণ সুযোগ।
তবু তার শরীর ছুঁয়ে
কেউ আপন মনে বলে উঠেনা’
‘আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল...’
যাবার সময় কেউ বলে না,
‘ভালো থেকো, সুখে থোকো...’
পালকের মতো তবু অটোরিকশা ছুটে চলে, ছুটে যায়
ছুটে যাবে বেঁচে থাকবে যতদিন,
দিন-শেষে ভিজবে শিশিরের জলে একা
কথা বলবে ঘাসের সাথে, মাটির সাথে
যে কথা, বেঁচে থাকা কবিতা হবে না কোনদিন।
©somewhere in net ltd.