![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে তেমন করে দেখা হয়নি কখনও
প্রয়োজন যেখানে প্রভুত্ব করে সৌন্দর্য সেখানে ম্লান হয়ে যায়
আগেই বলেছি-
তবু এতটা অনাদর অবহেলা তোমার প্রাপ্য ছিল না নিশ্চয়
আজ শব্দের চোরাবালিতে খাবি খেতে খেতে
যখন তোমার দিকে চোখ পড়ল
দেখি সারা শরীরেই কেমন ঝলমলিয়ে আছো
রবি ঠাকুরের ক্যামেলিয়ার মতো
অথচ সকাল সন্ধ্যা কারণে অকারণে
তোমাকে ছুঁয়ে গেছে আমার অভ্যস্ত আঙুল
তবু তোমাকে তেমন করে দেখা হয়নি কখনও
জানা হয়নি কতটা ভাঁজ শরীরে তোমার
কতটুকু প্রসারিত দুই বাহু
কতটুকু উষ্ণতা সেখানে
কতটুকু তার পরমায়ু!
প্রয়োজনের নৈকট্যে বিস্মৃত থেকেছি তোমার সৌন্দর্য বারবার
অথচ আমার কত অন্ধকারাচ্ছন্ন মলিন মুহূর্ত
আলোকিত হয়েছে স্পর্শে তোমার!
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫২
SwornoLota বলেছেন: সুন্দর