![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারি সারি গাড়ি সাঁই সাঁই ছোটে
আমিও ছুটি সাথে
পকেট ভর্তি ঘাম ধুলোবালি
উৎকণ্ঠা নামে রাতে
আমাদের দুঃখ সরকার বোঝে না,
বোঝে লোকালবাস
এই পৃথিবীতে জন্ম আমার
এই পৃথিবীতে বাস।।
বৃষ্টি হলে রাস্তা ডোবে
বে-আব্রু হয় গোড়ালি
ক্ষুধার গানে তান ভুলে যাই
কে কৃষ্ণ, কে আলি,
বাঁচার জন্য তবু বেঁচে থাকি
ধরি বাজির তাস
এই পৃথিবীতে জন্ম আমার
এই পৃথিবীতে বাস।।(পরের অংশ)
আমিও মানুষ, আছে কিছু দোষ
কিছু স্বপ্ন আছে বুকে
খুব বেশি অপরাধ হবে কি জমা
যদি মন রাঙাতে চাই সুখে
সুখ সুখ করে কাঁদি না কামিনী
জানি, দুঃখ আমার বারোমাস
এই পৃথিবীতে জন্ম আমার
এই পৃথিবীতে বাস।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
কাজী রাকিবুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০
salim miya বলেছেন: প্রিয় লেখক আপনি ঠিক বলেছেন। বাংলাদেশে যে লোকাল বাস আর উঠতে মন চায়না।
http://dailysobujbangla.com/
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
কাজী রাকিবুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭
বিজন রয় বলেছেন: ভালই লিখেছেন।
কিন্তু লোকালবাস আমাদের বোঝে না। ভাড়া বেশি নেয়, যাত্রীদের জিম্মি করে।
আর জীবনের আরেক নাম দৌড়।
শুভকামনা রইল।