![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরীর শরীর চায় মন চায় মন
জানি না তোমার কাছে কার প্রয়োজন
দিনের বদল হয়, মাস বদলায়
তোমার ত্বকের ভাঁজ আজ কাকে চায়
ভেবেছো কখনো তুমি এই কথা প্রিয়
শরীর সড়িয়ে রেখে
আমাকে তোমার মন
পারো যদি
দিও
২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪০
ফেনা বলেছেন: অবহেলা করে যাওয়া বাস্তবতা।
৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কেমন জানি লাগলো।
৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অল্পতেই কনেকিছু বলে গেছেন কবি, মুগ্ধতা
নাইবা যদি পাবো মন, প্রয়োজন নাই দেহ
ভালোবাসা মনেই থাকে সেটাই দিও প্রিয়।
৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৯
স্রাঞ্জি সে বলেছেন:
সুন্দর
৬| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: সেই রকম কবিতা।
দাড়ি নাই, কমা নাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
ভাবনা ও কথাগুলো আপনার কাছে ভালো লেগেছে?