![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/
ওয়াদি আস সালাম (Wadi-us-Salaam Arabic ﻭﺍﺩﻱ ﺍﻟﺴﻼﻡ
Valley of Peace)হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কবরস্থান। এটি শিয়া মুসলিম ধর্মালম্বিদের গোরস্থান। এটি ইরাকের পবিত্র শহর “নাযাফ” (Najaf) এ অবস্থিত। প্রতি বছর এখানে পাঁচ লাখেরও বেশি মুসলমান দাফন করা হয় ॥ এটি বিশ্বের প্রাচীন কবরস্থান গুলোর একটি । হয়রত সালেহ ও লুত ( আ এর কবর এর পাশেই অবস্থিত । পৃথিবীর সব থেকে বড় কবরস্থানটির আয়তন 1485.5একর অর্থাৎ ছয় বর্গকিলোমিটার । এই কবর
স্থান মূলত গড়ে উঠেছে “হয়রত আলী ইবনে আবি তালিব( রা: ।” এর কবরকে কেন্দ্র করে।
যিনি ছিলেন শিয়া মুসলিমদের প্রথম ঈমাম এবং সুন্নি মুসলিমদের ৪র্থ খালিফা।
Al-Sassani Era (637-226) এর সময় থেকেই মূলত এখানে গোরস্তানের কাজ শুরু । বহু মুসলিম রাজা বাদশা আল কোরআন ও হাদীস বিশেষজ্ঞ এখানে সমাহিত হয়েছেন । শিয়াদের মতেWadi us-Salaam হচ্ছে সেই কবরস্থান যাকে সারা পৃথিবী জুড়ে পবিত্র ধর্ম ইসলামের অনুসারীরা মনে করেন পবিত্র মানুশদের সমাধিস্থল হিসেবে।মুসলিমদের বিশ্বাস সারা দুনিয়াতে যেখানেই কোন প্রকৃত মুমিন মারা যাকনা কেন তাঁর শরীরফেরেশতারা Wadi us-Salaam কবরস্থানে নিয়ে আসে। এখানে মৃতের কোন কবর আজাব
হয়না। মৃতরা Wadi us-Salaamকবরস্থানে শান্তিতে ঘুমাবে ঠিক শেষ বিচারের আগের দিন পর্যন্ত। এই কারনে ইরাকে যারা মারা যান তাদের অনেকের মনের ইচ্ছা থাকে যে তাদের যেন এখানে কবর দেওয়া হয়। এই কারনে ইরাকের প্রায় ৯০% শিয়া মুসলিমদের কবর এখানে। জায়গাটির গুরুত্ব বিবেচনায় UNESCO 2011 সালে ওয়াল্ড হেরিটেজ সাইট হিসাবে অন্তর্ভুক্ত করে( Ref.: 5578)।
ভিডিও দেখুন http://www.youtube.com/watch?v=2gddrcyD
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১
থিওরি বলেছেন: ধন্যবাদ স্বপ্নসমুদ্র!
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
স্বপ্নসমুদ্র বলেছেন: সুন্দর পোস্ট। ভালো লাগলো। এত বড় কবরস্থান হতে পারে ভাবাই যায় না।