![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/
বাংলাদেশ সরকার বেকার জনগোষ্ঠীকে সাবলম্বী করার মাধ্যমে জনশক্তিতে পরিণত করার জন্য বিভিন্ন প্রজেক্ট চালু করছে ॥ তেমনি একটি প্রজেক্ট Skills and Training Enhancement Projec অর্থাৎ STEP প্রজেক্ট। বেকার জনশক্তিকে দ্রুত কাজের উপযোগী করার জন্য ওইপ্রকল্পটি নেয়া।
এর আওতায় ৬ মাস মেয়াদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে।
প্রতিটি কোর্সে সিট সংখ্যা ৩০ টি। বছরে দুবার ভর্তি (জুন ও ডিসেম্বর শেসন)। কেউ যেকোনো একটি কোর্স ঠিকমতো শেষ করলে, ওই খাতে কাজ পেতে কোন অসুবিধা হবে না। বেসরকারি আয়োজনে এরকম কারিকুলাম ও সুযোগ- সুবিধা দিতে হলে - মাথাপিছু প্রায় ৩০ হাজার টাকা খরচ হবে। অথচ সরকারি এই কোর্সগুলো সম্পূর্ণ ফ্রি। উপরি প্রতিটি শিক্ষার্থীকে হারে বৃত্তিও দেয়া হবে । কোর্স শেষে দেয়া হবে কারিকরি শিক্সার্টিফিকেট।
কম্পিউটার এপ্লিকেশন ছাড়া বাকি কোর্স গুলো যে কেউ করতে পারে ॥
কিন্তু মজার বিষয় হচ্ছে - এই কোর্সের জন্য নাকি পর্যাপ্ত ছাত্র পাওয়া যাচ্ছে না !!!
পলিটেকনিক কর্তৃপক্ষের কাছ থেকে জানলাম - প্রচার প্রসারের অভাবেই মূলত ছাত্র পাওয়া যাচ্ছে না (কারণ প্রচারের বাড়তি বাজেট নাই!!!!!!)।
ঢাকা পলিটেকনিক এর এক ছাত্র বলল, ওদেরকেই সেমিস্টারের শুরুতে রেজিস্ট্রেশন করিয়ে 4800/= করে দিয়েছে!
ব্লগার ভাইয়েরা! আমাদের অনেকের কাছেই অনেকে কাজ খোজ করে । আমদের হয়তো আন্তরিকতা থাকলেও প্রার্থীর নির্দিষ্ট দক্ষতার অভাবে হয়ত কাজ খুঁজে দেয়া সম্ভব হয় না। এরকম লোককে এই কোর্সগুলোর সন্ধান দিয়ে দিন।
সারা দেশের প্রায় প্রতিটি জেলায় (50টি) TTC অথবা ভোকেশনালে বিশ্বব্যাংকের সহায়তায় এডুকেশন মন্ত্রণালয়ের অধীনে এই প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে ।
আসুন আমরা প্রজেক্টিকে গতিশীল করি ও পরিচিত ভাই বেরাদারের প্রয়োজনীয় তথ্যটি দিয়ে সহায়তা করি ।
প্রজেক্টের বিস্তারিত ও নিকটস্থ কেন্দ্রটি দেখে নিন _ http://www.step-dte.gov.bd/
©somewhere in net ltd.