![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/
বাংলাদেশের সমকামী সম্প্রদায় প্রথম
সমকামী বিষয়ক ম্যাগাজিন
‘রূপবান’-এর প্রকাশনা শুরু করেছে। নজরকাড়া প্রচ্ছদে ৫৬ পৃষ্ঠার এ ম্যাগাজিনটি রাজধানী ঢাকা থেকে গতকাল প্রকাশিত হয়। বাংলাদেশের
আইনে সমকামিতা গুরুতর
ফৌজদারি অপরাধ
এবং সমকামীদের যাবজ্জীবন
পর্যন্ত কারাদণ্ড হওয়ার আইন
থাকলেও শনিবার ঢাকায়
আনুষ্ঠানিকভাবেই সমকামীদের
জন্য আনুষ্ঠানিকভাবে ‘রূপবান’
নামে একটি ম্যাগাজিন বের
করা হলো। বার্তা সংস্থা এএফপি জানায়, ৫৬ পৃষ্ঠার গ্লোসি ম্যাগাজিনটি ত্রৈমাসিক। এর সম্পাদক ২৫ বছর বয়সী রাসেল আহমেদ।
বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ
রাষ্ট্রে যেখানে সমকামীরা ব্যাপক বৈষম্যের শিকার হয়,সেখানে সমকামীদের
স্বীকৃতি ও গ্রহণযোগ্যতার বিষয়টি সমাজে ছড়িয়ে দিতেই এ প্রয়াস বলে মন্তব্য করেছেন
ম্যাগাজিনটির সম্পাদক রাসেল
আহমেদ (২৫)। তিনি বলেন,
বাংলাদেশের লেসবিয়ান, গেই, বাইসেক্সুয়াল ও ট্র্যান্সজেন্ডার (এলজিবিটি) মানুষদের অধিকার প্রতিষ্ঠায় এটি বিরাট এক পদক্ষেপ। রাসেল আহমেদ বলেন, আমরা আশা করি এটা সমকামী সম্প্রদায়ের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করবে।
রূপবান ম্যাগাজিনের সম্পাদকের প্রত্যাশা, সমকামীদের জীবনযাপন পদ্ধতি ও বিভিন্ন দিক নিয়ে ম্যাগাজিনটিতে যেসব প্রতিবেদন প্রকাশিত হবে, তা মানুষের মধ্যে সহনশীল দৃষ্টিভঙ্গি তৈরিতে সক্ষম হবে।
শনিবার রাতে যখন ম্যাগাজিনটি উদ্বোধন করা হয় তখন সেখানে কিছু সমকামী এবংমানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। তবে আমন্ত্রিতছাড়া কাউকেই অনুষ্ঠানে প্রবেশ করতে দেয়া হয়নি। ম্যাগাজিনটির উদ্বোধন করে রাসেল দাবি করেন,
এটি দেশের সমকামীদের জন্য একটি বিরাট পদক্ষেপ। তিনি জানান, গতানুগতিকভাবে ম্যাগাজিনটি হকারের কাছে বা নিউজস্ট্যান্ডে পাওয়া যাবে না। শুধু টেলিফোনে অর্ডার দিলে ক্রেতার কাছে পৌঁছে দেয়া হবে।
সূত্র AFP, মানবজমিন,তাজাখবর,newsevent24.com,পার্বত্য নিউজ ।
কিছু ভাবছেন!
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১
থিওরি বলেছেন: হুমমম । ঠিকই বলেছেন! ভেবেই বা কি হচ্ছে, লেখেই বা কি হবে!
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২
স্বপ্নসমুদ্র বলেছেন: ভাবার কি আছে? বিকৃত রুচির বিকৃত কাজ কারবার। দেখার আরও আছে বাকি।