নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মফস্বলের ব্লগার ......।

থিওরি

আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/

থিওরি › বিস্তারিত পোস্টঃ

রাবিতে উদ্ভূত সংকট :: জাফর ইকবাল স্যার এবং এলোমেলো কিছু কথা ॥

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

কয়েক দিন ধরে অনলাইনে সবগুলো নিউজ চ্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বাতিল এবং ফি কমানোর দাবীতে আন্দোলন, সাধারণ ছাত্রদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ছাত্রলীগ ও পুলিশের নগ্ন হামলা এবং সর্বশেষ এডুকেশন মন্ত্রী জনাব নূরুল ইসলাম নাহিদের জামাত শিবিরের জড়িত থাকা নিয়ে বিবৃতি............ দেখছি ॥

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বড় বিশ্ববিদ্যালয় । আমি মনে করিনা সান্ধ্য কোর্স চালু করা কোন ভুল সিদ্ধান্ত ছিল । রাবিতে যে সুযোগ সুবিধা ও টিচার রয়েছে তাতে অনায়াসে অধিকাংশ বিষয়ে সান্ধ্য কোর্স চালু করা যায় । বর্তমানে UGC এবং বিশ্বব্যাংক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব অর্থায়নে চালানোর জন্য চাপ দিচ্ছে । সান্ধ্য কোর্স বিশ্ববিদ্যালয়ের প্রধান আয়ের উৎস হতে পারে । পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোর্স না করতে পেরে সবাই প্রাইভেটে ঝুঁকবে । এতে কামাই হবে কিছু টিচার আর ব্যাবসায়ীদের ॥ আর পাবলিকে তুলনামূলক মানসম্মত এডুকেশন পাওয়া যাবে । আমিই/ আমরাই শুধু পড়ব এমন মানসিকতা ঠিক নয় ॥

অনেকেই শিখ্খার বাণিজ্যকরণের কথা বলতে পারেন । কিন্তুু পাবলিকে করতে না দিলে তারা তো বেসরকারীতে করবেই ॥ টাকাটা শুধু অন্যের পকেটে যাবে । এই শ্রেণীও সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে ॥

এবার ভর্তি ফি সহ যাবতীয় ফি দ্বিগুণ থেকে পাচগুণ বাড়ানো হয়েছে ॥ আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের অনেকেরই চিন্তা চান্স পাইছি এবার সব সরকারের ॥ আর সরকারি জিনিস মানেই তো ফ্রি! আমরা একবারও ভেবে দেখেছি কি গত দুবছরে আমাদের জীবনযাত্রার খরচ কতটুকু বেড়েছে! অন্তত মোবাইল খরচ!

আমি জানি রাবিতে এমন ছাত্রই আছে যারা রিকশা চালিয়ে ,নিজ আয়ে পরিবার চালায় প্লাস লেখাপড়া করে! রাজশাহীতেই সম্ভবত সবচেয়ে কম টাকায় টিউটর পাওয়া যায়! টিউশন ফি বাড়ালে অবশ্যই স্যারদের এসব বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে ।



জাফর ইকবাল স্যারের একটা উপন্যাস আছে ॥ "মহব্বত আলীর একদিন " . বিশ্ববিদ্যালয় গুলোতে যা ঘটে তার সামান্য ভিসি মহব্বত আলীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ॥ উপন্যাসের বর্ণনার চেয়েও নগ্নভাবে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করা হয়েছে! এবং যথারীতি হল ত্যাগের নির্দেশ! বিশ্ববিদ্যালয় স্যারদের উপস্থিতিতে এবং প্রত্যক্ষ মদদে এই ঘটনা আর কত? এখন হয়তো সামসুজ্জোহা স্যারের মতো কোন টিচার ছাত্রদের সামনে বুক পেতে দাড়াবে না ,তবে এতটা মস্তিষ্ক পচন ................

জাফর ইকবাল স্যার তার উপন্যাসটিতে দেখিয়েছেন কিভাবে দলহীন সাধারণ ছাত্ররা একত্রিত হয় . চেস্টা করে দাবী আদায়ের । বইটি উৎসর্গ করা হয়েছে সেই সব সাধারণ ছাত্রছাত্রীদের । আশা করছিলাম স্যার একটা বিবৃতি দিবেন, সাদাসিধে কিছু কথা বলবেন । কিন্তু বলেননি, যেমন বলেননি কোটার বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রীদের নিয়ে ॥

এইমাত্র দেখলাম, টিচাররা অনড় অবস্থানে রয়েছেন । জানিনা এরপর কি হবে! বায়ান্ন উনসত্তর, একাত্তরে ছাত্রছাত্রীদের আন্দোলন যেভাবে সফল হয়েছে , সেরকম সফলতা তো আর দেখছিনা, ।

হয়তো এখানেও তাই ॥ সময়ই বলে দিবে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

থিওরি বলেছেন: রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
যখন বর্ধিত ফি ও সান্ধ্যকালীন
কোর্সের ঘোষণা করলো তখন
কি আপনাদের ক্যাম্পাসের সব
সাধারণ এক সঙ্গে না,না,
না বলে উঠেছিলেন?
ক্যাম্পাসে তো সংখ্যায়
বেশি সাধারণরাই। এবার দেখুন
তো আপনাদের সামনে প্রশাসনের
দেওয়া দুটি সিদ্ধান্তের
বিরুদ্ধে সোচ্চার
হতে কারা বেশি তৎপর ছিলেন?
কারা শুরু থেকে শেষ পর্যন্ত
মিছিলের সামনে ছিলেন?
কারা পথসভায়,সভায়,সমাবেশে বক্তৃত
া দিতেন? কারা প্রশাসনের
সঙ্গে দফায় দফায় মিটিং করতেন?
প্রশাসন কাদের
ডেকে নিয়ে যেতো?
সাংবাদিকরা কাদের বক্তব্য
নিতো? আপনাদের এই নেতাদের
মুখগুলো কি এই আন্দোলনেই প্রথমবার
দেখলেন? নাকি ক্যাম্পাস
জীবনে এর আগেও তাঁদের একই কাজ
করতে দেখেছেন? এই
নেতারা কি আপনাদের মতো শুধুই
সাধারণ? নাকি এরা অন্যকোন
সংগঠন করেন? সেই সব সংগঠনেরও
নেতা তাঁরা?
যাঁরা ক্যাম্পাসে কোন না কোন
রাজনৈতিক সংগঠনের
প্রতিনিধিত্ব করেন
তাঁরা কি সাধারণ?
তাঁরা কি আপনাদের মতোই গো-
বেচারা? সাধারণের
নেতা যদি কোন রাজনৈতিক দলের
ছাত্র সংগঠন থেকে আসা অসাধারণ
ব্যক্তি হন তাহলে তাঁর
নেতৃত্বে সাধারণের লাভের
চেয়ে ক্ষতিই বেশি হয়।
Click This Link

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

পাঠক১৯৭১ বলেছেন: বিশ্ব বিদ্যালয়ের ফি হবে ছাত্রদের পারিবারিক আয় অনুসারে।উদাহরণ, প্রতি সেমিস্টারে ফি ৪০ হাজার টাকা যাদের পারিবারিক আয় বছরে ৫ লাখ বা অধিক' যে পরিবারের আয় ১ লাখ, তারা দেবেন ৪ হাজার টাকা, যে পরিবারের আয় ১ লাখের নীচে, তারা ফ্রি।



রাজশাহী ইউনিভার্সিটি কখন কাকে পড়াবে সেটা জানবে ভিসি, দেশের প্রেসিডেন্ট ও শিক্ষা মন্ত্রী; কোনছাত্রের কিছু বলার অধিকার নেই ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

থিওরি বলেছেন: বিশ্ব বিদ্যালয়ের ফি হবে ছাত্রদের পারিবারিক আয় অনুসারে।
সহমত #পাঠক71
কিন্তু আমাদের দেশের যে অবস্থা! যার পাচ লাখ টাকা আয় সে বছরে দশ হাজার (মাসে 850only) দেখিয়ে বূত্তি নিয়ে যায় সেখানে এটা সম্ভব না ।
হুমমম । বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিবে । তবে সেটা ছাত্রছাত্রীদের অনূকূলে নিতে হবে । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.