![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/
মানব শরীরে সৃষ্ট ৭০% রোগ হল জুনোটিক, অর্থাৎ প্রাণী থেকে মানুষে বা মানুষ থেকে প্রাণীতে প্রতিস্থাপনযোগ্য।
সত্তর ভাগের মতো রোগ মানুষ প্রাণীকুল হতে সংক্রমিত হয়। আমাদের নিশ্চয় মরণব্যাধী এনথ্রাক্স, বার্ড ফ্লু কিংবা সোয়াইন ফ্লুর কথা মনে আছে। এগুতো কেবল কয়েকটির কথা বললাম। এসব রোগ হতে যদি প্রাণীকুলকে যথাসময়ে নিরাময় করা যেত তাহলে আর রোগগুলো মানুষে ছড়াতো না। পৃথিবীর প্রথম টিকা, সেটাও আবিষ্কার হয়েছিল জুনোটিক একটা ডিজিজের জন্যই।
এসব নানাবিধ কারণে মানুষ ,প্রাণী এবং পরিবেশের উপর গবেষণার জন্য এবং এদের রোগগুলোর একসাথে চিকিৎসা প্রদানের জন্য One World-One Medicine-One Health শ্লোগান নিয়ে কাজ করে যাাচ্ছেওয়ান হেলথ।
ওয়ান হেলথের উদ্দেশ্য হল হিউম্যান মেডিকেল ভেটেরিনারি মেডিকেল, পাবলিক হেলথ এবং পরিবেশ স্কুলগুলোকে একসাথে নিয়ে এসে গবেষণা করা এবং এই প্রতিস্থানান্তরযোগ্য সত্তর ভাগ রোগ কমমিয়ে আনা ,নতুন ডায়াগনসিস ব্যাবস্থা এবং মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে সচেতন করা।
এ উদ্দেশে উন্নত দেশগুলোতে ইতিমধ্যে ওয়ান হেলথ হাসপাতাল স্থাপিত হয়েছে।
উল্লেখ্য বাংলাদেশে সংস্থাটির একটি কান্ট্রি অফিস আছে ।
©somewhere in net ltd.