নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মফস্বলের ব্লগার ......।

থিওরি

আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/

থিওরি › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং করতে করতেই কিনে ফেলুন কোরবানীর গরু! অলস এবং ব্যস্তদের জন্য জরুরি!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭



আর কয়েকদিন পর ঈদুল আযহা। ঈদের এই ব্যস্ত সময়ে টিকিটের জন্য দৌড়াদৌড়ি করে , বউয়ের, পরিবারের বায়না মিটিয়ে আর কি ইচ্ছা করে গরুর হাটে যেযে দালাল, পকেটমারের ধাক্কা সামলিয়ে গরু কিনতে! তাছাড়া গরু কিনে বাড়ি ফিরতে ঝক্কি-ঝামেলা তো আছেই। আর বাড়ী ফিরলেই গরু যে সবার পছন্দ হয়না!!
কিন্তু কি আর করা, কোরবানী তো একটা দিতেই হবে! আল্লাহর নির্দেশ আছে যে। তাছাড়া সামাজিক মানমর্যাদা, আত্নীয়সস্বজন আরো কত কি?? তবে উপায় একটা আছে! যেই ল্যাপটপ বা মোবাইল দিয়ে ব্লগটি পড়ছেন সেটি দিয়েই কিনে ফেলতে পারবেন আস্ত একটা কোরবানির গরু!! তো চলুন শুরু করি গরুর হাটে পছন্দের গরু খোঁজাখুজি. সাথে রইল সুবিধা অসুবিধা!

১।প্রথমেই আসে বিক্রয়ডট কমের নাম। কি না পাওয়া যায় সাইটটিতে। আর এখন পাওয়া যাচ্ছে কোরবানীর গরুও! গাবতলীর হাঁট, আগারগায়ের হাঁট, কমলাপুর হাট সহ আরো বড় বড় সব হাটের গরু এখন সব বিক্রয় ডট কমে।
শুধু ঢু মারুন Click This Link আর পছন্দ করে কিনে ফেলুন আপনার পছন্দের গরু।
বিক্রয় ডট কম নিজেরা গরু সেল করে না, এর জন্য কোন দায়িত্বও তারা নিবে না। তারা শুধু আপনার আর ক্রেতার মাঝে সংযোগ করে দিবে।

২।এরপ বলব ‘আমারদেশ-ই-শপ ডটকম’এর কথা। এখানে গেলে দেখা যাবে—কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির অপেক্ষায় থাকা কিছু গরুর ছবি, কোড নম্বর, দাম এবং কোনো কোনো ক্ষেত্রে এর ভিডিও। হাটে বিক্রির অপেক্ষায় থাকা কোরবানির গরুর দাম ৩৫
হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে। দাম ও সাইজ দেখে কেউ যদি কোনো পশু পছন্দ করেন তবে দিয়ে দিতে পারেন অনলাইনে বুকিং। এর পাশাপাশি ব্র্যাক ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের ই-ক্যাশ, বি-ক্যাশ কিংবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পছন্দের পশু কিনতে পারবেন ক্রেতারা। ইচ্ছে করলে দেশের বাইরে থেকেও কেউ অর্ডার দিয়ে করতে পারবেন এই কেনাকাটা। তিন হাজার টাকার ভভিতরে পাবেন হহোম ডেলিভারি সসুবিধা। তো শুরু কররা যাক http://amardesheshop.com/qurbani কোরবানির পশুর মান নিয়ে কিন্তু পাবেন না কোন নিশ্চয়তা ।


৩। এবার বলব আরেকটি সাইটের কথা যারা আপনার সব কাজই করে দিবে। বেঙ্গলমিট , এরা সরাসরি নিজেরা গরু বিক্রি করে। বেঙ্গলমিটের গরুগুলো পাবনার নিজস্ব ফার্ম থেকে আনা হয়। এটি দেশে বিদেশে গরুর মাংস সরবরাহ করে থাকে। http://products.bengalmeat.com/qurbani/ সাইটটিতে পাবেন গরুগুলো, ৩০০ কেজির নিচে ও উপরে দুটি শ্রেণীতে। সাইটটিতে সরাসরি অনলাইনে গরু অর্ডার করার সুযোগ নেই। অনলাইনে গরু পছন্দ করা যাবে। তারপর রাজধানীর উত্তরা, গুলশান, ওয়ারী অথবা ধানমন্ডির বেঙ্গলমিটের অফিসে গিয়ে মূল্য পরিশোধ করতে হবে।কোরবানির তৃতীয় দিন প্রক্রিয়াজাত গরুর মাংস আপনার হাতে পৌছে যাবে। যকৃত, লিভার, প্লীহা , মাথার মাংস এমনকি পায়া ও আলাদা আলাদা প্যাকেটে আপনার হাতে পৌছে দেওয়া হবে। তবে এজন্য আপনাকে সতের হাজার টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
কোন ঝাক্কিঝামেলা করতে না হলেও পাবেন না আসল কোরবানীর মজা, এবং দেখতে পারবেন না গরুটিও!!

৪। এখানেই ডট কমে পাওয়া যায় না কি? হ্যা। http://ekhanei।com থেকেও কিনতে পাারবেন তরতাজা গরু। এখানে ক্রেতা ও বিক্রেতার মাঝে সমন্বয় করিয়ে দেওয়া হয় মাত্র। সুতরাং আপনাকে বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। যোগাযোগ সাপেক্ষে পাবেন হোম ডেলিভারি সুবিধা। এছাড়াও আরো অনেক সাইট আছে যেগুলোতেই পেতে পারেন গরু, ছাগল, ভেড়া, মহিষ এমনকি উটও।



৫। এবার আআসি বিশ্বের প্রথম অনলাইন কোরবানী সাইটটি নিয়ে। এখানে পাবেন পশুর ওওজন হিসাবে ছছাগল, গরু কেনার সুযোগ। বাংলাদেশ থেকে কিনতে না পপারলেও প্রবাসী ভাইদের সসুবিধা হবে। সাইটটির ঠিকানা http://www.qurbanionline.com/

কোরবানির দিনগুলিতে নেসাব পরিমাণ সম্পদের মালিক সকলের উপর কোরবানী করা ওয়াজিব ।
তাই সুস্থ সবল পশু দেখে কোরবানি দিন। আর অনলাইন সাইটের প্রতি উৎসাহিত না হয়ে হাটে গিয়ে পশু কিনুন।
পশুর স্বাস্থ্য এবং সঠিক পশু নির্বাচনে প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারিয়ানদের সাহায্য নিন।
কোরবানীর মাংস গরীব দুঃখী, আত্নীয় স্বজয় সবাইকে নিয়ে খান।
অগ্রিম ঈদ মোবারক রইল। ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: চমৎকার গুরুর হাট।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০

থিওরি বলেছেন: ধন্যবাদ প্রামানিক।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭

হানিফঢাকা বলেছেন: বেঙ্গলমিটের সাইটে ডুকতে পারছিনা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

থিওরি বলেছেন: Click This Link ঢুকতে না পারলে bengalmeat এর সাইটে গিয়ে product সিলেক্ট করুন। আমার ব্রাউজিং কোন সমস্যা হচ্ছে না। ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.