![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/
এইতো কয়েকদিন আগে রেজিস্ট্রেশন করে দেখতে দেখতে দুবছর চলে গেল!
সামুতে আগমন সেই ২০১১ সালে রাগিব হাসান ভাইয়ের একটি পোস্ট পড়তে পড়তে। তারপর তোমোদাচি, ঘুড্ডির পাইলট, চেয়ারম্যান, কাল্পনিক ভালবাসা, আরজু পনি, জানা, কুনোব্যাঙ, শর্বরী, বইপাগল,লেখাজোকা, ... আরো কতো কতো ব্লগারের পোস্ট পড়তে পড়তে মনে হল আইডি একটা খুলেই ফেলি! তারপর 2013 সালের এই দিনে খুব সাহস করে আইডি একটা খুলেই ফেললাম।
বেকার ছিলাম! কাজ কর্ম নেই শুধু এর ওর ব্লগে যায় আর কমেন্ট করার জন্য তড়পাই! বেরসিক সামু আমাকে ওয়াচে রেখে মুখ টিপে হাসে! তো কি আর করা কিভাবে জেনারেল হওয়া যায়! শুরু করলাম পড়াশোনা! হে নবীন লেখক বাড়াও তোমার সৃজনশীলতা পড়ে সৃজনশীলতা বেড়েছে কিনা জানিনা, তবে পোস্ট করার আর সাহস হয় না!
অনেক গুলো পোস্ট লেখি আবার কেটে দি! আর ওদিকে আমার ব্যক্তিগত সংগ্রহশালার বই পোকা আর ইদুরে কাটা শুরু করেছে!
তো ভাবলাম এই বিষয়েই একটা পোস্ট দিব! লিখি কিন্তু মন মতো হয় না! আবার গুগলে সার্চ দিয়ে দেখি এরকম লেখা আর আছে কিনা! না নাই! তাইলে হুজুরের তাবিজ মোবাইলে ধারণ করে পোস্ট একটা দিয়েই ফেললাম! ১৪ জানুয়ারি ২০১৪! যত্নে রাখুন বইপত্র!
বইপত্র তো যত্নে রাখা হল কিন্তু আমার পোস্টতো আরো যত্নে ব্যাংকের ভল্টে রাখা আছে! কেউ আসে না পড়তে! সাত দিনে মাত্র পাঁচজন! আবার দৌড়ঝাপ! আরজুপনি সহ অনেকের পোস্টে দেখলাম কিভাবে পাঠককে তেল মর্দন করলে সে দয়া করে আমার ব্লগে একবার উকি ধিয়ে যাবে
এর ওর পোস্টে উকি মারি আর ভাবি আমার দিয়ে হবে না! তখন ব্লগাররা জেনারেল হইলে এতো খুশি হতো পার্টি পর্যন্ত দিয়ে ফেলত। আমি পার্টির বাইরে উকি মারি কিন্তু ভিতরে ঢুকার টিকেট আর পাই না। যাই হোক অনেক সাধনার পরে আমি পেলাম মডুদের মন! আট নয় মাস পর জেনারেল হইলাম!
পোস্ট দিলে দেখতাম দুচারজন পড়ছে! কেউ কেউ আবার কমেন্ট ও করত! লেখালেখির উৎসাহ পেলাম।
কিন্তু ততদিনে বিভিন্ন ব্যস্ততায় আর লেখা হয়ে উঠল নাা। একদিন কয়েকটি বিষয় ইন্টারনেটে সার্চ করে পেলাম না প্রযোজনীয় তথ্য! শুরু করলাম তথ্যের জন্য ব্লগ!
তারপ ..।এইযে চলছে! কেন জানিনা ব্লগটিকে খুব আপন মনে হয়। তাই অবিবেচনাপ্রসূত কোন পোস্ট দেখলে প্রচন্ড অভিমান হয়। ভাবি এটা আমার পরিবার, এটাকে কোনভাবেই ধ্বংস হতে দিব না। ব্লগারদের একজনকেও ব্যক্তিগতভাবে চিনি না তবে তাদের খুব আপন মনে হয়। কেন জানিনা তাদের কাারো সফলতা দেখলে গর্বিত হয়। কারো সন্তান হয়েছে শুনলে নিজেকে কেমন যেন চাচা মামা লাগে!
যাই হোক নিভৃতেই ব্লগে ছিলাম দুটি বছর। যতদিন বেচে আছি থাকব। বাংলা ভাষার চর্চায় টিকে থাক somewhereinblog.
পুনশ্চ : সবার জন্য কেক আছে। খেতে না পারেন নাকে মুখে মেখে যাবেন
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩১
থিওরি বলেছেন: তাহলে তো আমরা একই গোয়ালের মানুষ
ধন্যবাদ ভাই
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:১২
জসিম বলেছেন:
অভিনন্দন.
খিদা নাই. নাকে মুখে না মেখেই চলে আসলাম.
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭
থিওরি বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৬
সুমন কর বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো।
ব্লগিং জীবন দীর্ঘ হোক।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬
থিওরি বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ
৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//কারো সন্তান হয়েছে শুনলে নিজেকে কেমন যেন চাচা মামা লাগে!//
অভিনন্দন....
ব্লগিং শুভ হোক...!
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৮
থিওরি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১১
ডাঃ মারজান বলেছেন: এ যাত্রা যেন শেষ না হয়.।.।। ভালো থাকুন।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২০
থিওরি বলেছেন: আপনারা সাথে থাকলে পাড়ি দিতে পারব অনন্ত পথ! ধন্যবাদ ডাঃ মারজান।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮
শামছুল ইসলাম বলেছেন: দু'বছর পূর্তিতে প্রাণঢালা অভিনন্দন।
আপনার পোস্টে মানুষের মন ছুঁয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে। এই যেমনঃ
কেন জানিনা ব্লগটিকে খুব আপন মনে হয়। তাই অবিবেচনাপ্রসূত কোন পোস্ট দেখলে প্রচন্ড অভিমান হয়। ভাবি এটা আমার পরিবার, এটাকে কোনভাবেই ধ্বংস হতে দিব না। ব্লগারদের একজনকেও ব্যক্তিগতভাবে চিনি না তবে তাদের খুব আপন মনে হয়। কেন জানিনা তাদের কাারো সফলতা দেখলে গর্বিত হয়। কারো সন্তান হয়েছে শুনলে নিজেকে কেমন যেন চাচা মামা লাগে!
একটা আত্মিক যোগাযোগ লেখকের সাথে কেমন করে যেন হয়ে যায়।
রসবোধ, সেটাও আছেঃ
সবার জন্য কেক আছে। খেতে না পারেন নাকে মুখে মেখে যাবেন
আর একটা বিষয়, যেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, জীবনে এত থিওরী আর পড়াশোনা করে এসেছি যে, তাত্ত্বিক কথা, জ্ঞানের কথা এখন আর ভাল লাগে না। একটু ভিন্নধর্মী লেখা ভাল লাগে। তাই আপনার থিওরী মূলক পোস্টে আমার মন্তব্য না পেলে নিজ গুণে ক্ষমা করে দেবেন।
শুভ ব্লগিং !!!!
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮
থিওরি বলেছেন: অনেক ধন্যবাদ আমার লেখা বিশ্লেষণ করার জন্য!
একটা আত্মিক যোগাযোগ লেখকের সাথে কেমন করে যেন হয়ে যায় । কথাটা সত্য। জ্ঞানের কথা আমারও ভালো লাগে না! কিন্তু চাই কিছু তথ্য দিয়ে যার প্রয়োজন তাকে একটু পথ বাতলে দিতে।
আর মন্তব্য না করলে ক্ষমা করার কথা আসছে কেন!? চেষ্টা করব ভিন্নধর্মী পোস্ট দেওয়ার জন্য।
অনেকদিন পর আপনাকে ধইন্যাপাতা দিতে মন চায়! কিন্তু বাজারে পাইলাম না!
৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮
অগ্নি সারথি বলেছেন: শুভ কামনা।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯
থিওরি বলেছেন: অনেক ধন্যবাদ, অগ্নি সারথি!
৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭
সুলতানা রহমান বলেছেন: খেতে ও পারিনি। নাকে মুখে মাখতে ও পারিনি।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২
থিওরি বলেছেন: দুঃখিত হইলাম! পরেরবার আপনার জন্য স্পেশাল কেক সরবরাহ করা হবে!
ধন্যবাদ সুলতানা রহমান।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮
সাহসী সন্তান বলেছেন: কিছু মনে করবেন না ভাই, খুব সম্ভাবত কোন পোস্টে মন্তব্য করতে আপনি একটু বেশি কুন্ঠা বোধ করেন? তা না হলে দুই বছর চার ঘন্টা ব্লগিং করে মাত্র ১৮৭টা মন্তব্য করেন কিভাবে? আপনি যেমন অন্যের পোস্টে মন্তব্য করেন না, তেমনি আপনার পোস্টেও কেও মন্তব্য করতে চায় না! অবশ্য অন্য কোন কারনও থাকতে পারে। তবে আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই বললাম! আমি আপনার মধ্যে অন্য সব গুলো গুনই দেখেছি শুধুমাত্র এইটা বাদে। তাই বললাম আর কি! আবারও বলছি কিচ্ছু মনে করবেন না যেন?
দুই বছর বর্ষ পূর্তিতে আন্তরিক অভিবাদন! আশা করি আগামী দুই যুগও আপনাকে আমরা এমন ভাবে পাশে পাবো! শুভ কামনা জানবেন!
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪
থিওরি বলেছেন: এখন থেকে বেশি বেশি মন্তব্য করব! কিছু মনে করি নাই! আসলে ভাল মন্তব্য করতে ভালো লেখকও তো হতে হয়! আর "পোস্টে ± " টাইপের মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এটাও সত্য।
ধন্যবাদ শুভকামনার জন্য।
আপনারা সাথে থাকলে আমিও আছি!
১০| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১
গেম চেঞ্জার বলেছেন: আপনার ব্লগিং জীবনের অগ্রগতিতে শুভেচ্ছা রইলো। আপনার কেকখানা নাকে মুখে মেখে নিয়ে চলে গেলাম। কেক খেতে ভাল্লাগতেসে না।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৫
থিওরি বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। কেক মাখার জন্যও
১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৩
অন্ধকারে একজন বলেছেন: কারো সন্তান হয়েছে শুনলে নিজেকে কেমন যেন চাচা মামা লাগে। সত্যি বলেছেন। একান্তই আপন মনে হয়ে এই ব্লগ আর ব্লগারদের।
২য় বর্ষপূর্তির শুভেচ্ছা।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৭
থিওরি বলেছেন: হ্যা অন্ধকারের একজন! কারণ আমরা তো এই ব্লগ পরিবারেরই একজন। ভালো থাকবেন।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪
আব্দুল্যাহ বলেছেন: ২য় বছর পূর্তিতে শুভেচ্ছা রইল
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৮
থিওরি বলেছেন: ধন্যবাদ রইল আপনাকে
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫
রিকি বলেছেন: হ্যাপি সেকেন্ড ব্লগ বার্থডে টু ইউ
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৯
থিওরি বলেছেন: থ্যাংকস।
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
শতদ্রু একটি নদী... বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা। আশা করি তৃতীয় বছরে অন্তত হাজারখানেক কমেন্ট আর শখানেক পোস্ট করবেন।
শুভকামনা রইলো।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫২
থিওরি বলেছেন: আপনারা সাথে থাকলে হাজারখানেক ব্লগ আর লাখখানেক কমেন্টও করতে পারব! অনেক ধন্যবাদ শতদ্রু।
১৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯
কমরেড ফারুক বলেছেন: আহারে আগমনী দিন...
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৩
থিওরি বলেছেন: ধন্যবাদ কমরেড। হ্যাপি ব্লগিং
১৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১
আরজু পনি বলেছেন:
আপাতত কেক খাওয়া বন্ধ আছে ।
নাকে মুখে মাখলে রুপের জৌলুস কতোটা বাড়বে তার বিস্তারিত দেয়া থাকলে ভেবে দেখা যেতো
হাহাহাহা
অনেক শুভেচ্ছা রইল, নিভৃতচারী থিওরি ।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৯
থিওরি বলেছেন: নাকে মুখে মাখলে জৌলুস বাড়ার সম্ভাবনা নাই! তবে মুখ পরিষ্কার করতে যতবার সাবান আর ফেস ওয়াশ ঘষা লাগবে তাতে কিছুটা উপকার হতেও পারে!
আমি যাদেরকে দেখে ব্লগে লেখালেখির প্রেরণা পেয়েছি, আপনি তার মধ্যে অন্যতম।
আশাকরি ভুলত্রুটিগুলো ধরিয়ে দিয়ে সহায়তা করবেন।
অনেক ধন্যবাদ শুভকামনার জন্য!
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯
পটল বলেছেন: থিওরি নয়। প্র্যাকটিক্যালি বাস্তব শুভেচ্ছা জানাইলাম। অভিনন্দন।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০০
থিওরি বলেছেন: বাস্তবে আপনার পটলীয় শুভেচ্ছা গ্রহণ করলাম।
ধন্যবাদ।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:৫০
অমিয়েন্দ্র বলেছেন: হ্যাপি ব্লগিং
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০১
থিওরি বলেছেন:
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:২০
রাফা বলেছেন: হুম....।২ বৎসর পুর্তিতে শুভেচ্ছা।
এবার আর পর্যবেক্ষন নয়-লিখুন নির্ভয়ে।
ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৩
থিওরি বলেছেন: হুমম । লেখব অবশ্যই। ধন্যবাদ রাফা
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিক যেনো আমার সামু জীবনের শৈশবের কথাগুলো বলেছেন।
কেন জানিনা ব্লগটিকে খুব আপন মনে হয়। তাই অবিবেচনাপ্রসূত কোন পোস্ট দেখলে প্রচন্ড অভিমান হয়। ভাবি এটা আমার পরিবার, এটাকে কোনভাবেই ধ্বংস হতে দিব না। ব্লগারদের একজনকেও ব্যক্তিগতভাবে চিনি না তবে তাদের খুব আপন মনে হয়।
একদম খাঁটি কথা।আজকাল নিজেকে সামু এডিক্ট মনে হয়।ফাঁক পেলেই ঢুঁ মারি।একদিন না এলে স্বস্তি পাইনা মোটে।চেনা নামগুলো হৃদয়ে দাগ কেটেছে ভীষন।মনে হয় যেনো কতো দিনের চেনা,কতো হৃদ্যতা,কতো আপন!!!
তবে অনেকের সাথে আমিও একমত।দু'বছরে মাত্র ১৮৭টি মন্তব্য আলসেমী ছাড়া আর কিছুই নয়।কি করে পারলেন প্রিয় সহব্লগারদের পোষ্টে কমেন্ট না করে থাকতে?এখন থেকে প্রতিদিন গুনে গুনে ১৮৭টি মন্তব্য করবেন।এটাই আপনার প্রায়শ্চিত্ত।
বর্ষপূর্তির অভিনন্দন
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৭
থিওরি বলেছেন: আমার তো মনে হয় আপনার আমার মতো , সামু এডিক্টডের জন্য আবার নিরাময় কেন্দ্র খুলতে না হয়।
শাস্তিতা একটু বেশি হয়ে গেল না! তারপর আমার যন্ত আবার গেছে নষ্ট হয়ে । বন্ধ করে দিছে খাওয়া দাওয়া
ধন্যবাদ পরিশেষে!
২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫১
শামছুল ইসলাম বলেছেন: থিওরী ভাই, বাজারে এখন সব কিছুরই আকাল চলছে; তাই ধইন্যাপাতা যে আপনি পাননি, তা খুবই স্বাভাবিক।
আপনি দিতে চাইছেন, এতেই আমি খুশি।
আর একটা পোস্ট আমার ভাল লাগলে,হাতে সময় থাকলে এবং আমার পোস্টে সে কখনো মন্তব্য না করলেও, একটা মন্তব্য করা আমার কাছে নৈতিক দায়িত্ব মনে হয়।যাই হোক, ব্যাপারটা পুরোপুরিই ব্যক্তিগত।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৮
থিওরি বলেছেন: একটা পোস্ট আমার ভাল লাগলে,হাতে সময় থাকলে এবং আমার পোস্টে সে কখনো মন্তব্য না করলেও, একটা মন্তব্য করা আমার কাছে নৈতিক দায়িত্ব মনে হয়।
আপনার কথাগুলো সত্যিই হৃদয় ছুয়ে গেেল।
আবারও ধন্যবাদ।
২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার লিখা বাংলাদেশে ৬৪ জেলার নামকরণেের ইতিহাস এর কয়েকটি পর্ব পড়েছি
চট্টগ্রামকে নিয়ে কি কোনো পর্ব আছে(মিস করেছি কি?)
শাস্তিতা একটু বেশি হয়ে গেল না! তারপর আমার যন্ত আবার গেছে নষ্ট হয়ে । বন্ধ করে দিছে খাওয়া দাওয়া
তাহলে এক কাজ করুন,প্রতিদিন একটা করে পোষ্ট........কি এবার খুশী
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৫
থিওরি বলেছেন: চট্টগ্রাম আজকেই দিব! এবার শাস্তি ঠিক আছে!!
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৮
থিওরি বলেছেন: Click This Link চট্টগ্রাম বিভাগের টা দিয়ে দিয়েছি।
২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪
থিওরি বলেছেন: চট্টগ্রাম আর ঢাকার টা বাদ আছে। গুগলে ঢাকা বিভাগের রিসেন্ট কোন মানচিত্র পায়নি। সব আছে ময়মনসিংহ বিভাগের সাথে। আর চট্টগ্রামের জেলার সংখ্যা কিছুটা ভয় পাইয়ে দিছে! তবে আজকে রাতেই চট্টগ্রাম বিভাগ দিয়ে দেব।
ব্যস্ততা না থাকলে ব্লগেই সময় কাটে আর পোস্ট ও দিব আশা রাখি!
আর গণকযন্ত্রটা কি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে!
আবারও ধন্যবাদ!
২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬
মানবী বলেছেন: অভিনন্দন থিওরী।
ব্লগিং সময়টা আনন্দময় হোক, শুভকামনা রইলো।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬
থিওরি বলেছেন: আপনাকেও ধন্যবাদ মাানবী।
২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কারো সন্তান হয়েছে শুনলে নিজেকে কেমন যেন চাচা মামা লাগে!
কেকের জন্য ধইন্যা। ও ২য় জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকুন।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২
থিওরি বলেছেন: আপনাকেও অনেক ধইন্য। সাথেই থাকুন।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৩
সিপন মিয়া বলেছেন: আমার দশাও আপনার মতই।