নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মফস্বলের ব্লগার ......।

থিওরি

আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/

থিওরি › বিস্তারিত পোস্টঃ

★নোবেল পুরুষ্কার ২০১৫ ★ চিকিৎসাবিজ্ঞান (সিরিজ পোস্ট)

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৭

পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরুষ্কার নোবেল প্রাইজ! ১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অনন্য সাধারন গবেষনা ও উদ্ভাবন এবং মানব কল্যানমূলক কর্মকান্ডের জন্য নোবেল পুরুষ্কার প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় ২০১৫ সালের নোবেল পুরুষ্কার ঘোষণা শুরু হয়েছে। আর এটা নিয়েই আমার সিরিজ পোস্ট! আশা করি আপনাদের সাথে পাব।
চিকিৎসাবিজ্ঞানে অনন্য অবদান রাখায় এ বছর নোবেল পেয়েছেন তিন গবেষক আয়ারল্যান্ডের উইলিয়াম সি
ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা ও চীনের ইয়ুইয়ু তু।
সোমবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।
সম্মানজনক এ পুরস্কার ঘোষণার পর নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, গোলকৃমিজনিত সংক্রমণের চিকিৎসায় কার্যকর পদ্ধতি আবিষ্কার করায় এ পুরস্কার পেয়েছেন ক্যাম্পবেল ও অমুরা। আর ইয়ুইয়ুকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে ম্যালেরিয়ার চিকিৎসায় কার্যকর পন্থা আবিষ্কার করার জন্য।
ইয়ুইয়ু প্রথম কোনো চীনা নাগরিক হিসেবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরুষ্কার জিতলেন।
প্রথম দুজন পাবেন পুরুষ্কারের¼ এবং ইয়ুইয়ু পাবেন অর্ধেক প্রাইজমানি। অর্থাৎ পুরস্কারের অর্থমূল্য ৮০ লাখ সুইডিশ ক্রোনারের একভাগ অর্থাৎ ৪০ লাখ ক্রোনার যৌথভাবে ক্যাম্পবেল ও অমুরা। বাকি ৪০ লাখ ক্রোনার পাবেন ইয়ুইয়ু।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, প্রতিবছর লাখো মানুষকে আক্রান্ত করা এসব বিপজ্জনক রোগের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের
সামনে এ দু’টি পদ্ধতি মুক্তির দ্বার খুলে দিয়েছে।
গতবছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন যুক্তরাজ্যের গবেষক জন ও’কিফ এবং নরওয়ের বিজ্ঞানী দম্পতি মে-ব্রিট মোসার ও
এডওয়ার্ড মোসার। কোষীয় তথ্য পরিবহনের স্বরূপ সন্ধানে কাজের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়।

প্রতিটি পোস্টের সাথেই থাকবে somewhereinblog এর বিভিন্ন ব্লগারদের নোবেল রিলেটেড পোস্ট!

নোবেল পুরুষ্কার 2014
যারা নোোবেল পুরুষ্কার ফিরিয়ে দিয়েছিলেন!

তথ্যসূত্র : CNN নিউজ
নোবেল পুরুষ্কারের অফিশিয়াল সাইট

পরবর্তী ঘোষণা : পদার্থবিদ্যা!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১

সাহসী সন্তান বলেছেন: তথ্যপূর্ন পোস্ট! অনেক কিছুই জানতে পারলাম!

ধন্যবাদ পোস্টর জন্য! শুভ কামনা জানবেন!

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬

থিওরি বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য!
আরো আসবে। সাথেই থাকবেন, আশা করি!

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

থিওরি বলেছেন:

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯

স্যার এডলফ হিটলার বলেছেন: অনেকের মতে নোবেল পুরস্কার পাওয়ায় নাকি রাজনৈতিক হাত থাকে। মানে এই পুরস্কার বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রন করে,

আমি এই বিষয়ে এই পোস্টের লেখকের মনোভাব জানতে চাই।

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭

থিওরি বলেছেন: আমারও তাই মনে হয়। বিশেষত নোবেল শান্তি পুরুষ্কার তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তবে সায়েন্স এর বিভাগগুলো এতোটা রাজনীতির প্রভাবযুক্ত বলে আমার মনে হয় না।

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

থিওরি বলেছেন: Click This Link পোস্টটি দেখতে পারেন

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ। তবে আরেকটু বিস্তারিত হলে ভালো হতো।

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

থিওরি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। পরবর্তী পোস্ট থেকে নোবেলজয়ীর জীবনী ও কার্যকলাপের বর্ণনা দেবার ইচ্ছা রাখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.