![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/
আমরা ছোটবেলা থেকেই ছেটখাট ভুলের সাথে সহাবস্থান করতে করতে এখন ভুলগুলোকেই শুদ্ধ মনে হয়!
তেমনি একটি ছোট কিন্তু তাৎপর্যবাহী ভুল এই INDEX!
সায়েন্স, আর্টস বা কমার্স সব বিষয়ের স্টুডেনদেরই প্র্যাকটিক্যল খাতা লিখতে হয়। খাতার শুরুতে থাকে সূচীপত্র!
বাংলায় সূচীপত্র লেখা থাকলে কোন সমস্যা ছিল না। কিন্তু ইংরাজীতে লেখা INDEX! ফলাফল এসব ছাত্ররা যখন বিশ্ববিদ্যালযে যাচ্ছে বা কোন গবেষণা পত্র লিখছে তার শুরুতেই থাকছে index!
আসুন দেখি অক্সফোর্ড ডিকশনারি কি বলে! An alphabetical list by title, author , or other category of a collection of books or documents, for example in a library! আরো বলছে ইনডেক্স থাকবে বইয়ের শেষে, যাকে বাংলায় বলা হয় নির্ঘণ্ট!
শব্দটা হবে কন্টেন্ট বা সূচীপত্র। লাখ লাখ ছেলেমেয়ে এই ভুল করে যাচ্ছে! কিন্তু কারো সংশোধনের জন্য কোন মাথাব্যথা নাই!
এমন কোন বই নাই যে প্রথমে ইনডেক্স!
Practical খাতার এ ভুল সংশোধন করা হোক, কোমলমতি শিশুদের ভুল শেখাবেন না।
কৃতঙ্গতা : শ্রদ্ধেয় ডা. বিপ্লব কুমার সরকার। যিনি ছাত্রদের শুধু অর্গানের প্যাথলজিক্যাল লেশনই পড়ান না! সুযোগ পেলে ভাষা সংস্কৃতির প্যাথলজিও ধরিয়ে দেন।
০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫
থিওরি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮
গোধুলী রঙ বলেছেন: ধন্যবাদ।
অফিস এসে শিখেছি Table of contents, এখন এটাই ব্যবহার করি।
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
থিওরি বলেছেন: (
৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: আমিও প্রবাসে কাজ করার সুবাধে সঠিকটা জেনেছি...শিক্ষাজীবনে ভুলটাই আওড়ে দিন পার করেছি...
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
থিওরি বলেছেন: আমি দেখেছি কয়েকজন ছাত্রকে ভুলটা ধরিয়ে দেবার পর তারা ঈন্দেক্স এর উপর কাগজ দিয়ে Contents লিখে দিয়েছে! কিন্তু ভুলটা ধরিয়ে দেবে কে?
শুভকামনা
৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২
দরবেশমুসাফির বলেছেন: তথ্যটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
থিওরি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮
রমিত বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
থিওরি বলেছেন: ধন্যবাদ
৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২
সুমন কর বলেছেন: ভুলটি সংশোধন হওয়া প্রয়োজন।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
থিওরি বলেছেন: সহমত
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬
ভিটামিন সি বলেছেন: প্যাকটিক্যাল না প্র্যাকটিক্যাল - এইটাও বলে দিয়েন।
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
থিওরি বলেছেন: অশেষ ধন্যবাদ ভিটামিন সি! ভার্চুয়ালে লিখি তো! এখনো সব যুক্তাক্ষর দিতে পারিনা। আপনার ভিটামিন সি পেয়ে দ্রুত শিখে যাব!
৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: নতুন একটা জিনিস শিখলাম। +
০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
থিওরি বলেছেন: ধন্যবাদ, হাসান মাহবুব।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯
গেম চেঞ্জার বলেছেন: একমত। অনেক অনেক কৃতজ্ঞতা।