নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মফস্বলের ব্লগার ......।

থিওরি

আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/

থিওরি › বিস্তারিত পোস্টঃ

যারা রাতে ট্রেন জার্নি করেন তাদের জানা দরকার…

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮

যারা রাতে ট্রেন জার্নি করেন তাদের জন্যে এই তথ্যটি খুবই জরুরী। পড়ুন এবং শেয়ার করুন!

যমুনা টিভির ক্রাইম সিন নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ঢাকা চিটাগাং ট্রেন লাইন নিয়ে। গত কয়েক বছরে এই লাইনের কিছু কিছু স্পটে প্রায় দেড়শ মৃতদেহ পাওয়া গেছে। সবচেয়ে বেশি পাওয়া যায় আখাউড়া ভৈরব কিশোরগঞ্জ কসবা বি-বাড়িয়া হয়ে নরসিংদী পর্যন্ত।

পুলিশ এই লাশগুলা বেশিরভাগ অজ্ঞাতপরিচয় আত্নহত্যা হিসেবে রেকর্ড করে।তারপর মর্গ হয়ে মাটিচাপা। হিন্দু মুসলিম ব্যাপার নাই, সব মাটিচাপা। ডোম মৃতব্যাক্তির জামাকাপড় রেলওয়ে ডোমঘরের সামনে ঝুলায়ে রাখে।

যদি বছর দুয়েকের ভিতর মা বাবা এসে জামাকাপড় দেখে সনাক্ত করতে পারে তাইলে কবর দেখিয়ে দেওয়া যাবে জামাকাপড় রোদে শুকায়ে বৃষ্টিতে ভিজে চেহারা সুরত আস্ত থাকেনা।

এই লাশ গুলা বেশিরভাগই মার্ডার কেস। দশ বিশ পাঁচশ টাকা, পকেটে থাকা মোবাইল ফোন, এগুলা ছিনতাই করার জন্য মার্ডারগুলা করা হয়। বিশ টাকার জন্যও তারা মানুষ খুন করছে।

ছিনতাইয়ের নিয়মটা হচ্ছে ট্রেনের দুই বগির মাঝখানে করিডোরের মত থাকে, দুই পাশে দরজা, বাথরুম। রাতের ট্রেনে এসব যায়গায় সুবিধামত লোক পেলে ছিনতাইকারী চক্রের দুইজন পেছন থেকে আক্রমণ করে।

আক্রমণের নিয়ম হচ্ছে গামছাকে পেঁচিয়ে চিকন করা হয় প্রথমে।তারপর দুই মাথা দুইজন ধরে যাকে আক্রমণ করা হবে, তার গলায় পেছন থেকে এক প্যাঁচ দিয়ে দুপাশ থেকে হেছকা টান। ১৫ সেকেন্ডের ভিতরই ঐলোক মারা যাবে। না মরলেও তার জীবন ঐখানেই শেষ।

এরপর তার পকেট থেকে যা নেওয়ার নিয়ে পাশের দরজা দিয়ে ফেলে দিবে।রাতের ট্রেনে সবাই ঘুমায়। তাছাড়া ট্রেনের আওয়াজ থাকে। কেউ কিচ্ছু টের পাবেনা। পুরো কাজটা করতে সময় লাগে সর্বোচ্চ দেড় মিনিট।

এরা ধরা পড়ে, আবার জামিনে বের হয় আদালতের কাছে এভিডেন্স থাকেনা পর্যাপ্ত।এভিডেন্স না থাকলে বিচারও করা সম্ভব হয় না

তাই সতর্ক থাকুন। নিউজটি সকলে শেয়ার করে সচেতনতা বৃদ্ধি করুন।

source

http://www.univnotes.com/

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: একটু আগেই এই খবর পড়লাম।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

থিওরি বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৩

মোস্তফা সোহেল বলেছেন: ভয়ংকর ব্যাপার স্যাপার

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

থিওরি বলেছেন: সতর্ক থাকুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

থিওরি বলেছেন: আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

মাঘের নীল আকাশ বলেছেন: দেখার কেউ নাই!

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩০

থিওরি বলেছেন: তাই নিজে সতর্ক থাকুন।

৫| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

মহা সমন্বয় বলেছেন: জীবনে একবারই ট্রেনে চড়ার অভিজ্ঞতা হইছিল ২ বছর আগে ঢাকা টু সিলেট। সেটাও রাতের জার্নি ছিল। আপনার পোষ্ট পড়ে ভয়ে গাঁয়ে কাঁটা বিধল যেন। ট্রেনে উঠলে এই পোষ্টের কথা বার বার মনে পড়বে। :)

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

থিওরি বলেছেন: হ্যা ! সাবধান থাকবেন ।
ধন্যবাদ।

৬| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১:১৭

এমেচার চটপটিওয়ালা বলেছেন: অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য ছরি।
মার্কোপলোর পস্টে দেক্লাম সচেতনতা নিয়ে প্রশ্ন তুলসেন তাই এইখানে আসলাম উত্তর দিতে। এটা একান্তই পারসোনাল কনফ্লিক্ট, আপনাকে এর মাঝে না আসার অনুরোধ করছি। এই লোক দিনের পর দিন আমার এবং আরও অসংখ্য ব্লগারের পস্টে হাবিজাবি যা মনে আসে বলে আসষে, ইডিয়ট, মগজহীন, .., এসব বলতেও কুন্ঠা বোধ করেনি। অসংখ্য পস্ট ড্রাফ্ট করতে হয়েসে এর কারণে। বাধ্য হয়ে মিশন নিসি এর ব্লগের চৌদ্দটা বাজানোর। এর পস্ট এরিয়ে চলার অনুরোধ থাকল যদি আমার কার্যকলাপ আপত্তিকর মনে হয়।
শুভকামনা :) সামু আপনার জন্য আনন্দময় হয়ে ওঠুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.