নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মফস্বলের ব্লগার ......।

থিওরি

আমারর ব্লগবাড়ীতে আপনার সুস্বাগতম । ইনটারনেট বিপ্লবের যুগে কোন তথ্য যদি সার্চ দিয়ে না পাওয়া যায়, সত্যিই বিরক্তিকর! এই বিরক্তি কিছুটা দূর করার জন্যই আমার ব্লগি ..।! প্রয়োজনীয় তথ্যটি পেলে ভাল লাগবে নিজের, স্বার্থক হবে ব্লগিং! আসবেন আবার, বারবার! আমার সাইট http://www.kazisour.blogspot.com/

থিওরি › বিস্তারিত পোস্টঃ

আজ বিশ্ব ভেটেরিনারি দিবস।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৪

এপ্রিল মাসের শেষ শনিবার আন্তর্জাতিকভাবে পালিত হয় “বিশ্ব ভেটেরিনারি দিবস”। তারই ধারাবাহিকতায় এবছরের বিশ্ব ভেটেরিনারি দিবস ২৮ শে এপ্রিল, শনিবার। এই উপলক্ষ্যে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশের ভেটেরিনারি এসোসিয়েশন এবং দি ভেট এক্সিকিউটিভ এর সম্মিলিত আয়োজনে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দিনব্যাপী নানা কর্মসুচী গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশের প্রাণীসম্পদ সেক্টরে ভেটেরিনারিয়ানদের ভূমিকা অনস্বীকার্য। মুরগীর নতুন জাত উদ্ভাবন সহ দেশের আমিষের চাহিদা পূরণে ভেটেরিনারিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া এনথ্রাক্স, বার্ড ফ্লুসহ অনেক জুনোটিক রোগ প্রতিরোধে কাজ করছেন ভেটেরিনারিয়ানরা।
প্রতি উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দিয়ে চলছে প্রাণী চিকিৎসা সহ নানা কাজ। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। এই সুযোগে গ্রাম পর্যায়ে গড়ে উঠেছে কোয়াক ডাক্তারদের দৌরাত্ম্য। যথেচ্ছা এন্টিবায়োটিক ব্যবহারে স্বাস্থ্য ঝুকি বাড়ছে। ডিম দুধ, মাংস হচ্ছে অনিরাপদ।
বিশ্বে যখন ভেটেরিনারিয়ানগণ প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে জনগণের সেবা দিচ্ছে, সেখানে অল্প জনবল দিয়ে সেবা দিয়েও সামাজিকভাবে মর্যাদা পাচ্ছেন না এ পেশার কর্মীরা। যার ফলে বিদেশমুখি হচ্ছেন পাচ বছর মেয়াদি ডিভিএম ডিগ্রিধারীরা।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০

রোকনুজ্জামান খান বলেছেন: শুভ কামনা রইলো

২| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯

সুদীপ কুমার বলেছেন: অবস্থা এখন আর আগের মত নেই।উনারা অনেক সন্মানিত বর্তমানে।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: জানলাম।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিশ্ব ভেটেরিনারি দিবসে সংশ্লিষ্ট
সকলের জন্য শুভেচছা।
তাদের সেবা যত্নে ভালো থাকুক
প্রাণিকূল।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে নিরব।

৬| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৭

থিওরি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.