নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক।কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প সবকিছুই ভালো লাগে।লেখালেখির প্রতি হৃদয় থেকে এক ধরনের তীব্র টান অনুভব করি কিন্তু নিজের শব্দভাণ্ডার খুবই নড়বড়ে হওয়ায় কথাগুলো সহজে রুপ দিতে পারি না।হয়তো কালের পরিক্রমায় একদিন সফল হবো।তবে চিরকাল পাঠক হিসেবেই থাকব

কিংবদন্তির জার্নাল

কিংবদন্তির জার্নাল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ "তারে"

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪১


তুমি কি খুঁজনি তারে
শরৎের ঐ শুভ্র কাশবনে,
যেখানে সে নিজেকে হারিয়ে
ফেলেছিল
তোমায় খুজঁবে বলে।

তুমি কি দেখোনি তারে
রাতজাগা নির্ঘুম কোন সপনে,
যেখানে সে সপ্নের পসড়া
বসিয়েছিল
তোমায় দেখবে বলে।

তুমি কি বুঝনি তারে
তোমার ললিত হৃদয়ের সনে,
যেখানে সে তোমার হৃদয়ে
মিশেছিল
তোমায় বুঝবে বলে।

তুমি কি ভালবাসোনি তারে
নির্জনতার অন্তিম কোনো ক্ষনে,
যেখানে সে নির্জনতার বক্ষে
ডুবেছিল
তোমায় ভালবাসবে বলে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

অবনি মণি বলেছেন: তুমি কি খুঁজনি তারে
শরৎের ঐ শুভ্র কাশবনে,
যেখানে সে নিজেকে হারিয়ে
ফেলেছিল
তোমায় খুজঁবে বলে। চমৎকার।

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২১

কিংবদন্তির জার্নাল বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো হয়েছে।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১০

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন।

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

কিংবদন্তির জার্নাল বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো.,,, অভিনন্দন

০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

কিংবদন্তির জার্নাল বলেছেন: ধন্যবাদ আপনাকে অনুভুতি প্রকাশ করার জন্য।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

হাবিব শুভ বলেছেন: ভালো হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.