![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের প্রভাতে আমার গবাক্ষে
দেখেছি ভানুর হাসি,
তবুও কেন এখনো আমি
দুঃখের সিন্দুতে ভাসি।
২| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
ভ্রমরের ডানা বলেছেন: গবাক্ষ কি ভাই?
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৫
কিংবদন্তির জার্নাল বলেছেন: আলোবাতাস চলাচলের জন্য ঘরের দেওয়ালে
ফাঁকা জায়গাবিশেষ, সহজ ভাষায় জানালা।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩২
ভ্রমরের ডানা বলেছেন:
জানানোর জন্য ধন্যবাদ!
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
দৃষ্টিসীমানা বলেছেন: ভাগ্যিস ভ্রমরের ডানা এমন কঠিন কথাটির অর্থ কি প্রশ্ন করলেন নয়ত না বুঝেই পড়ে চলে যেতাম ।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭
বিজন রয় বলেছেন: ভানুর হাসি বড়ই মিষ্টি।
অসাধারণ।