![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদেরকে গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত কেউই ছুয়ে দেখেনি,
অনুভূতিতে শিহরনও জাগায়নি,
তারা জোস্নার আলো গায়ে মাখায়নি,
শুভ্র মেঘের ভেলায় ভেসে বেড়ায়নি,
তারা শরৎের শুভ্র কাশপরীদের সাথে ছোঁয়া-ছুঁয়ি খেলেনি,
তবুও তারা ভালো আছে, অনেক ভালো আছে,
সুখে আছে,শান্তিতে আছে,অনেক আনন্দে আছে,
অই মোটা মোটা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ বইয়ের পাতার ভাঁজে,
হাজারো সমীকরনের মাঝে।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৮
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো.....
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
ফাহমিদা বারী বলেছেন: আগ্রহ নিয়ে শুরু করেছিলাম। তবে কবিতাটা পড়ে ঠিক তৃপ্ত হইনি। আগামীর জন্য শুভকামনা।