নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক।কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প সবকিছুই ভালো লাগে।লেখালেখির প্রতি হৃদয় থেকে এক ধরনের তীব্র টান অনুভব করি কিন্তু নিজের শব্দভাণ্ডার খুবই নড়বড়ে হওয়ায় কথাগুলো সহজে রুপ দিতে পারি না।হয়তো কালের পরিক্রমায় একদিন সফল হবো।তবে চিরকাল পাঠক হিসেবেই থাকব

কিংবদন্তির জার্নাল

কিংবদন্তির জার্নাল › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় ব্যক্তি

১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

:- যতটুকু বুঝলাম নিত্য-নতুন রঙিন আলো চোখে লেগেছেতো। তাই নিজেকে দাড় করিয়ে রাখতে পারছে না। হামাগুড়ি দিয়ে রঙিন আলো দেখছে।

:- দোষের কিছু দেখছি না। চোখে যখন রঙিন আলো এসে লাগে আর সাথে যদি পার্টি সং এর হালকা বিট কানের পর্দায় ধাক্কা দেয় তখন হৃদয়ে এমনিতেই ডুগডুগি বাজে। প্রথমে হাতে পায়ে তাল দিতে থাকে তারপর কোমোড়, কখন যে পুরো শরীর...বুঝতেই পারে না। এভাবেই তো পরিবর্তনের শুরু।

:- তুমি কি তার বিপরীত?

:- না...বিপরীত না। কিন্তু আবার বিপরীত।

:- যেমন?

:- তোমরা রঙিন আলোয় মত্ত হও আর আমি রংধনুর রং এ মত্ত হই। রংধনুর সাতটি রং কে একত্রিত করে সাদা রং তৈরী করি আবার সবগুলো রং কে বিচ্ছিন্ন করে আমার পুরো আকাশে ছড়িয়ে দেই। এভাবে চক্রাকারে চলতে থাকে। ঐসব কিত্রিম আলোয় চোখ ফেলে সুযোগে পরিবর্তনের ধার ধারি না।

:- আচ্ছা দুটো মানুষই যদি একত্রে রংধনুর রং কে আপন করে নিত তাহলে সমুদ্র সমান প্রেমে ভাসতে পারতো তাই না!

:- হুম,,, একদম ঠিক বুঝতে পেরেছো।

:- আচ্ছা একটা কথা বলব?

:- কথাইতো বলছো,,,বলতে থাকো।

:- আমি তোমার সাথে রংধনুর রং এ মত্ত হতে চাই,,, আমায় সঙ্গী করবে?

:- আগেইতো বলেছি রঙিন আলোয় চোখ ফেলে সুযোগে পরিবর্তনের ধার ধারি না।

:- আমার ইচ্ছেকে ঐসব রঙিন আলো মনে হলো?

:- হুম,,,।

:- তোমার প্রতি আমার অনুভুতিগুলো প্রকাশ করতে পারি?

:- প্রকাশ করে লাভ নেই। আবেগ, অনুভুতি পরিবর্তনশীল, চোখের দেখা বাস্তব অবিজ্ঞতা থেকে বলছি। সময়ের ওপর ভর করো নিজেই প্রমান পাবে।

:- আমি তোমাকে বুঝাতে পারছি না......

:- বুঝানোর কিছু নেই। আর আমিও বুঝতে চাচ্ছি না। আকাশে রংধনু উকি দিচ্ছে,,,এখন রংধনুগুলোকে নিজের মত করে সাজিয়ে উপভোগ করব........।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

সচেতনহ্যাপী বলেছেন: আমার আমিই।। যন কেউ বুঝতে না পারে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.