![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদৃশ্য কিছুর টানে কোন এক দিন পথে নেমে যাব
বুক ভরে বাতাস নেব বলে, আর লালায়িত স্বপ্ন গুলিকে বলব "বাই"
যেগুলি আমাকে এতদিন আবদ্ধ করে রেখেছিল চার দেয়ালের মাঝে ।
পথে নেমে অনেক হাঁটবো ,তেপান্তরের মাঠ পেরিয়ে
দূরে যেখানে মেঘেরা মাটি ছুয়েছে, ঠিক সেখানে
যেখানে দাঁড়িয়ে শুনতে চাই দূর থেকে ভেসে আসা সুকরুন কোন সুর !
পাহাড় যেখানে আকাশ কে চুম্বন করেছে ,সেই উচ্চতায় যাব
বস্তা ভরা কষ্ট সাথে নেব, ফেলে দিতে ।
তারপর চিৎকার করে বলব--'আমি এখন খুব ভাল আছি' ।
একটা বটগাছ লাগাব নদীর ধারে,
গাছটির সাথে কথা বলব আনমনে
সেও সাড়া দিবে নিজের স্বরে ।
রোমাঞ্চ আর উত্তেজনা আমাকে করবে শিহরিত ----
ফিরব না,কখনো লিখব না মানুষের কবিতা
নিরবে গান গাইব নিল সাগরের পাড়ে ।
শুধু এই লালায়িত স্বপ্ন গুলি,যেগুলি দিয়ে
এই সীসা ভরা দূষিত শহর বানানো,
ছেড়ে যাব, শুধু তারায় ভরা আকাশ দেখব বলে ।।
©somewhere in net ltd.