নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপিল দেব বিশ্বাস

অবসরে ২/১ কবিতা লেখার চেষ্টা করি ।

কপিল দেব বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা তোমার জন্য

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২২

কবিতা লেখা শুরু করেছিলাম কোন এক শ্রাবণের রাতে ,
সে রাতে এসেছিল দূরের রাত জাগা পাখিরা তোমার কথা শুনতে -
এসেছিল স্বর্গের দেবতারাও ,দূরে দাঁড়িয়ে দিচ্ছিল উঁকি !
তুমি এলে না বলে, বর্ণহীন স্বপ্নরাও বর্ণ পেল না ।।

চাঁদ এসেছিল আমার ব্যালকনিতে, তারারাও তার পিছু পিছু
নিরন্তর ভালবেসে হারিয়ে যাওয়া এক যাযাবর হয়েছিল রাতের অতিথি আমার
ম্রিয়মাণ আলোতে ভরে ছিল পুরোটা ঘর ----
তুমি এলে না বলে কবিতা আর ভাষা খুজে পেল না ।

জানি আসবে না ,হয়ত পারবে না, ছিন্ন করতে ওই মায়াজাল
যেটিতে আটকে হয়েছ মোহগ্রস্ত ,বিহ্বল।
সবাই রাগ করে, একা করে আমাকে, চলে গিয়েছে সে রাতেই
তাই কবিতা লিখে চলেছি এখনও ,আর বসে আছি তোমার অপেক্ষায় !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.