নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপিল দেব বিশ্বাস

অবসরে ২/১ কবিতা লেখার চেষ্টা করি ।

কপিল দেব বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

সুখ !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩১

জানি, তোকে ছাড়ায় আমার কেটে যাবে কয়েক টা বছর ,কয়েক টা যুগ

তোকে ছাড়ায়--
শুনতে পাব ভোরের আকাশে উড়ন্ত পাখির কলরব দেখতে পাব ধুধু করা মাঠের পাশে বয়ে চলা যৌবনা নদী।

তবুও ;
আমি হারিয়ে যাব তোকে খোঁজার ছলে, নিরুদ্ধেসের দেশে ।

জানি,
এক টুকরো ভালবাসা খুঁজে পাবো দূর আকাশের তারার মাঝে গাঙ্গচিলেরা এসে নিয়ে যেতে চাইবে ,দিগন্তের ওপারে !

শুভ্র বরফের মাঝে কোন এক এক্সকিমো আমাকে নিয়ে গান লিখবে ।
তবুও;
তোকে ভুলবো না, শুধু একটা বার তোকে ছুয়ে দেবার আশায় ।
জানি,
তোর অপেক্ষায় চাতক হয়েই মরতে হবে ।
তোর জন্য আমার চির বসন্তের দেশে যাবার স্বপ্ন যাবে ঘুচে ।
তোর জন্য হয়ত বা কষ্ট আর বেদনারা হবে প্রতিবেশী

তবুও;
স্বপ্নে বিভর হয়ে উদ্ভ্রান্ত মেঘের সাথে দল দেব না ।
শুধুই তোকেই চাইবো ,আর বলব একবার বেড়াতে এসো সুখ ! আমার ঘরে !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.