![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিভাবে জানবো আমি ,তুমি আমাকে চাও ?
আমি অন্তর্যামী নয় ,আমি নয় জ্যোতিষী
তুমি বলনি কখনো একটি সুন্দর বিকেলের কথা ।
বলনি, তুমি নিজেকে ধরা দিতে চেয়েছ অনন্ত কালের সঙ্গী হিসেবে
যেপথে দাঁড়িয়ে আছি আমি তোমার প্রতিক্ষায় ।।
তুমি,
একটি বাসের যাত্রীদের ক্লান্তি আর হতাশার গল্প শুনিয়েছ,
বলেছ নীল আকাশের পথ হারান বকের কথা
সকালের প্রাতঃরাশে আধা সিদ্ধ ডিমের কথা।
বুঝিনি তোমার অনুরণন ; অনুভবের বিষণ্ণতা ।।
দূর দিগন্তে যখন আকাশ যাত্রী কোন নভোচারী
মহাশূন্যে দেয় পাড়ি ,পড়ে থাকে মন মাটিতে
তেমন করেই মনটা রেখেছি নীলকণ্ঠ পাখিটির সাড়া পাবার আশায় ।
শুধুই একটি বার শুনতে চেয়ে----
হতাশ হয়েছি বার বার -
"ভালবাসি তোমায়,শুধুই তোমায় " ।
©somewhere in net ltd.