নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপিল দেব বিশ্বাস

অবসরে ২/১ কবিতা লেখার চেষ্টা করি ।

কপিল দেব বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

যান্ত্রিক মিথস্ক্রিয়া

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

চারিদিকে তাকিয়ে দেখো, কি দেখছ ?
দুনিয়াটা স্থির, মানুষগুলি ঘুরছে !
ইলেকট্রনের মতো ঘুরছে,নিজের কক্ষপথে
আত্মকেন্দ্রিক সমাজে নিজেকে আবেঘহীন
স্বয়ংসম্পূর্ণ ,যান্ত্রিকতাপূর্ণ আর সত্যিকারের মঞ্চ অভিনেতা
হিসেবে গড়ে তলার অক্লান্ত পরিশ্রম চলছে সেখানে !

মানুষ অতি ব্যস্ততার মধ্যেও আজকাল কষ্ট করে
জাদুঘরে যায়, ফরমালিনে রাখা মনুষ্যত্ব,মানবতা আর ভালবাসাকে দেখতে !!!
শুনেছি,সবার আগে সমাজ হতে মানবতাকে করেছে বিলুপ্ত ,তারপর বাকিগুলি
সমাজের কি এত দায় পড়েছে ?
ভালবাসার নামে যারা হেমলকের পেয়ালা হাতে দাঁড়িয়ে আছে
তাদেরকে ছোট করবে ??মানুষই তাদের দিয়েছে সম্মান ।

আর দেখতে হবে না,অনেক দেখেছ
বেশি দেখলে চার্জ ফুরিয়ে যাবে তোমার ।
বেশি বুঝলে তোমার অপারেটিং সিস্টেমে হবে সমস্যা !
গত মাসেই তো তোমার ট্রাবল শুটিং করিয়ে আনলাম ।
আর রোবট হয়ে,কেন মানুষের চিন্তা করতে যাবে ??
অন্তত, তুমি আমি বেঁচে থাকি,আমাদের যান্ত্রিক কিন্তু যান্ত্রিকতাহীন জীবনে !!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.