![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশিরে ভেজা সকাল......।
জনবহুল শহরে তুমি, পরনের শাড়িটি লাল!
ব্যস্ততার ভিড়ে নিজেকে যখন গুছিয়ে নিচ্ছিলে,
এলোচুল হতে একগোছা এসে পড়ল মুখে
বাতাসের দুষ্টুমিতে এলোমেলো মন ।
সতেজ তুমি ,সতেজতায় ভরা চাহনি বলল আমায়
চল দূরে কোথায় যায়-----
যেখানে মালভূমি আর সাগর মিশেছে
সাগরের নীল জল আর আকাশ ছুঁয়েছে দুজনে
পাহাড়ি কোন অরন্যে মাচা করে,
এক সাথে থাকব দুই জনে নির্জনে
সন্ধ্যা প্রদীপ জ্বালবো একসাথে সঙ্গোপনে
হাতে হাত রাখব , ভালবাসব আর চেয়ে
থাকব নয়ন পানে ।
পাহাড়ি ঢালে শরীর এলিয়ে ভিজব
গান গাইব , বাচব আর জীবন ফিরে পাব ।
জ্যোস্নাতে করবো স্নান ,তারার সাথে মিতালি করে
পথ চলব ,আঁধার এলে জোনাকিরা পথ করে দিবে !!
চল তবে আজ এই বসন্তে পালায় !!
©somewhere in net ltd.