নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কপিল দেব বিশ্বাস

অবসরে ২/১ কবিতা লেখার চেষ্টা করি ।

কপিল দেব বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

নারী

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৬

কালচে পড়া দাগের উপর কাজলের লেপন
বিবর্ণতা তাকে ঘিরে ধরেছে চার পাশ দিয়ে !
ক্লান্তি ভরা দৃষ্টি আর নিরিহ চাহনি
নিজেকে গুটিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয়া এক অবয়ব
নারী বলে নাকি তাকে সকলে !
কেন বলে সে জানে না ?

চিরকাল ক্রীতদাসীর জীবনাবসানে ক্ষতবিক্ষত আজ শরীর
এ এক অলিখিত সংবিধান সমাজের কালিমায় লেখা
মৌলবাদী চেতনা ,
কেন তুমি আজ উচ্চ স্বরে কথা বললে ?
তুমি তো ক্রীতদাসী !সমাজের কীট !
বেঁচে থাকো আঁধারে,জঞ্জালে ভরা পৃথিবীতে
যেখানে সকল মোহময়তা,উচ্চাভিলাস
আগুনে লাফিয়ে মারা যায় ।

এক সময় যে চোখে কেউ দেখত ভালবাসা, মমতা
আর স্বপ্ন !
সেই চোখে আজ আধোছায়া ঘোর কালো আর কালো !
স্বামী নামক প্রভুর কারণে নিজস্ব চিন্তা চেতনা হয়েছে বিসর্জন
তাতেও কষ্ট নেই ,নেই টু শব্দ ,
নিজেকে কষ্টের কাছে ইজারা দেয়ার মত
শুধু কষ্টের দাপট চলে দিবা রাত্রি অহর্নিশ ।

কাল্পনিক দুনিয়ার কথা বলে যায় কয়েক জন সমগোত্রীয় ক্রীতদাসীরা
ভয়ার্ত মন সাড়া দেই না ,শেয়ালের লেজ কাটা গল্পের কথা মনে পড়ে ।
প্রতিক্ষণ নির্যাতন আর অমর্যাদার বিষয় টি গা সয়ে গেছে !
জমাট রক্ত,আর পরিস্রুত ধারার রক্তে পার্থক্য নেই----
এই রক্ত পুরুষের জন্য,তাদের জন্য সৃষ্টি হওয়া এই দেহ ,সব কিছু ।
জীবনটা বেঁচে থাকবে হয়ত তাদেরই জন্য ।
এই ভাবেই কি চলবে ?
কোনদিন কি নারী নামক বস্তুটি দেখবে না প্রশান্তির সূর্য ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.