![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কতটা দূরে গেলে তোমায় পাওয়া যাবে ?
কতটা পথ ছড়িয়ে রাখব ফুলে,
কতদিন তোমার অপেক্ষায় বাঁশের বাঁশীটি রইবে পড়ে ?
কত কেঁদেছি,ফেলেছি চোখের জল
তাকিয়ে রয়েছি কত বছর ......
ঐ দূরের আলোক শিখার দিকে ।
আর কত কষ্ট আর রক্ত ক্ষরণ চাও হৃদয়ের ?
সকাল হতেই শুরু হয় পথ চাওয়া
উঠানের ঘাসফুলগুলি সজাগ হয়ে থাকে
প্রতীক্ষায় !শুধুই প্রতীক্ষা
খেয়া পারের মাঝিটা বসে থাকে একাকী
আর গান বাধে না ।
চিরদিনের সঙ্গি আমার,মূর্ছিত সূর্যের সাথে
চলে গিয়েছিল জীবন হতে ------
পাহাড়ি রাস্তাটা বুনোফুলের আর্তনাদ
বিড়বিড় করে গান গাওয়া শিশুটি
হয়ত এদিকে আর আসে না
আমি অথর্বের মত, নেশাগ্রস্ত ,হতাশায়মগ্ন
ধুলায় লুটিয়ে বেহালায় সুর তলার চেষ্টায়
শুধু তুমি আসবে বলে-----
কবে আসবে ,কবে ?
দীর্ঘশ্বাসটাই শুধু সাথে আছে
প্রাণটিও তোমায় খোঁজায় মগ্ন
কোথায় তুমি ? কোথায় ?
তুমি যদি জানতে কত টা কষ্টে আছি তোমাকে ছাড়া
গোধূলিতে নদীর বুকে পাল তোলা আর আমায় টানে না।
বুকের বাম পাশে চিনচিন করে না পুরানো কোন গানে ।
অনুভূতি শূন্য হতে পারি তুমি না এলে ।
শুধু একটি বার দেখা দাও দূরের পাখিদের ভিড়ে ।
দেখা দাও ,শুধু আমাকে বাঁচিয়ে রাখার জন্য ।।
২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪২
কপিল দেব বিশ্বাস বলেছেন: ধন্যবাদ আপনার আভিমত জানানোর জন্য !!!! রাখাল ভাই !
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩০
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগে নাই