![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কিছুতেই মনটাকে মানিয়ে নিতে পারছি না
চারিদিকে অজানা সম্ভাবনা উঁকি দিয়ে যাচ্ছে
হারানো সময়ে খুঁজে পাচ্ছি না নিজেকে
আমার সত্ত্বা,আমার চিন্তা, আমার প্রেম,ভালবাসা
আমার মানবিকতা,সবই লুকিয়ে থাকা কৃষ্ণ গহ্বরে হারাচ্ছে
সমকামিতা আর লুপ্ত বাসনা চিবিয়ে খাচ্ছে
অন্যদেরকে ! নিজেকে বাঁচিয়ে হাঁটছি কাটা ভরা পথে
সব কিছুই যেন নেশাগ্রস্থ চিন্তার গ্রাসে হারাচ্ছি
কোথায় ? কোথায় ? জমা হচ্ছে
আমার অতীত আর আসছে কোথা হতে আমার ভবিষ্যৎ !!
সময়ের অট্টহাসি আমাকে করেছে বিচ্ছিন্নতাবাদী
উদীয়মান সূর্যের দিকে চেয়ে দেখ, কালো কালো
কুৎসিত কিছু দাগ
হয়ত পাবে দেখতে , চেয়ে থেকো নয়ত
পাবে না কৌটায় লুকানো দৈত্যের প্রাণ ভোমরা !
আমি আসব বন্ধু তোমার সাথে সকল মোহময়তা আর
অমীমাংসিত সব চেতনা যেগুলি সময় কাদায় মিশিয়ে
করেছে আমায় বর্ণহীন!
পৃথিবীর আর কোন শিশু যেন আর ক্যামেরার লেন্সতাকে অস্ত্র
না ভাবে, কেউ যেন না খেতে পেরে মারা না যায়
সকল অশুভ শক্তিকে রুখে দিব এই চিন্তা আর মৃতপ্রায় চেতনা দিয়ে ।
বর্ণচোরা হয়ে নয়,বাঁচব হাসব আর উড়বো পাখির মত তোমার সাথে
হিংসা,দারিদ্রতা আর প্রেমেভরা পৃথিবীর আকাশে ।
©somewhere in net ltd.