নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো টুকরো স্বপ্নমালা।

আমি পথিক

পথিক মানিক

সময় ফুরিয়ে যাবে একদিন। চলে যাওয়ার আগে রেখে যেতে চাই পদচিহ্ন এই পৃথিবীর বুকে। একদিন আমি ও ছিলাম তোমাদের লোক হয়ে......।

পথিক মানিক › বিস্তারিত পোস্টঃ

৫৭ জন আর্মি অফিসার......

০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:২৭

আজ দেশের এই ক্রান্তিকালে তোমাদের খুব মিস করছি । হয়তো তোমরা থাকলে আজকে আমাদের এই দুরবস্হার একটা সঠিক পন্থা একটা সঠিক দিকনির্দেশনা আমরা পেতাম । দোওয়া করো আমাদের জন্য .... :(

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৬

খেলাঘর বলেছেন:

দেশ ভরে গেছে আগাছায়

০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৮

পথিক মানিক বলেছেন: সহমত.........

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৫

কলাবাগান১ বলেছেন: সোজা করে বললেই পারেন যে মিলিটারী ক্যূ এর মাধ্যমে ক্ষমতায় যেতে চায় জামাতি-রাজাকার রা..... মুখে গনতন্ত্র আর মনে মিলিটারি ক্যূ

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

পথিক মানিক বলেছেন: ২০০৭ সালে ক্যু এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার রাস্তা পরিষ্কার করেছিল কে?

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১১

নীল আকাশ ২০১৪ বলেছেন: কলাবাগান১! ২০০৭ সালে ক্যু এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার রাস্তা পরিষ্কার করেছিল কে?

বিএনপির যে পপুলারিটি, তাতে কোন অবস্থাতেই ক্যু এর কথা চিন্তা করাই লাগেনা। আওয়ামী লীগের জন্য ক্ষমতায় আসার একমাত্র উপায় পেছনের রাস্তা।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০২

পথিক মানিক বলেছেন: ধন্যবাদ ....... কেউ কেউ ভূলে যায় নিজেদের অপরাধের ইতিহাস ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

বাংলা আমার প্রাণ বলেছেন: কি অদ্ভুত ১৬ কোটি মানুষ মিলে একটি অমানুষ আর কয়েকটি পা চাটা মানুষের কাছে পরাজিত কেন?

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২

পথিক মানিক বলেছেন: বন্দুকের নলই ক্ষমতার উৎস ....।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

মহান অতন্দ্র বলেছেন: দোয়া রইল তাদের জন্য ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

পথিক মানিক বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

কলাবাগান১ বলেছেন: @বাংলা আমার প্রাণ
কি অদ্ভুত যে আমাদের কে বিশ্বাস করানোর চেস্টা করা হয় যে ১৬ কোটি লোক জামাতি-রাজাকারদের ক্ষমতায় দেখতে চায় ... আবার রাজাকারদের গাড়ীতে পতাকা দেখতে চায়....

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

পথিক মানিক বলেছেন: এমন একটা দলের নাম বলেন তো যেই দলে রাজাকার নাই ? আর নব্য ভাদা দের কথা নাই বল্লাম ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

ক্ষতিগ্রস্থ বলেছেন: নির্বাচন আদায়ের কোশেশ করেন না জেতার কারণ নাই, তবে আর্মিরে ইনসটিগেট করা অপরাধ. স্বৈরাচার সরাইয়া গণতন্ত্রইতো আনতে চান, সেটা আর্মি দিয়া সরানো যাইতে পারে, গণতন্ত্র আসবেনা. সেটা না দেশের জন্য, না আর্মির জন্য মঙ্গলের হবে. শর্টকাটের কুচিন্তা বাদ দেন.

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

পথিক মানিক বলেছেন: নিরপেক্ষ নির্বাচন হলে তবে তো । তাই যদি হতো তা হলে গতকয়েকদিনে এতগুলো লাশ পড়তো না রাস্তায় ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪

শ্রাবণধারা বলেছেন: পাগলা......! আর্মির আর খেয়ে দেয়ে কাজ নাই যে, তারেকে চোরে আজমকে পেধানমন্ত্রী, আর চাইদি দ্যা মেশিনম্যানকে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য ফিল্ডে নামবে । যে অফিসাররা মারা গেছেন তারা জামাতের লোক নয়, তারা আর্মির । শয়তানের দোসর জামাতেরা এই দুঃসহ মৃতু থেকে ফায়দা লোটার চেষ্টা করলে, মাইর হবে মাইর ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

পথিক মানিক বলেছেন: মাইর তো হবেই ...... এতগুলো লাশের বদলা কি নেয়া হবে না ??? সময় আসুক দেখা যাবে .......

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

ক্ষতিগ্রস্থ বলেছেন: আপনার উত্তর পড়ছি, আবারও বলি, শর্টকাটের কুচিন্তা বাদ দেন. আন্দোলন করেন, সেটা মাবনবন্ধন না জ্বালাওপোড়াও দিয়া করবেন, নিজেরা বোঝেন. লাশের হিসাবও নিজেরা করেন, আর্মির কাছে লাশের হিসাব দেওনের কিছু নাই. আর এক চোরডাকাত সরাইয়া আরেক চোরডাকাত আনতে আর্মিরে খোচাইয়াও লাভ নাই.

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

পথিক মানিক বলেছেন: কে আসবে আর যাবে তা নির্ধারন করবে জনগন । যদি নিরপেক্ষ নির্বাচন হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.