নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাজিত

বেছে নাও ইচ্ছে মত, অপরাজিত স্বাস্থ্যজিত। স্বাস্থ্যবার্তা ও সেবার সমাহার।

খাদিজাজিনিয়া

খাদিজাজিনিয়া › বিস্তারিত পোস্টঃ

কাঁচা টমেটোকেও অবহেলা নয়

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

কাঁচা ও সবুজ টমেটোতে টমাটিডিন নামের উপাদানের পরিমাণ পাকা টমেটোর চেয়ে বেশি। টমাটিডিন মাংসপেশির সামর্থ্য বাড়ায়, হাড়কে সবল ও সুস্থ রাখে।



এ ছাড়া পাকা ও কাঁচা দুই ধরনের টমেটোতেই লাইকোপিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। বয়স্ক ব্যক্তি, বিশেষ করে বয়স্ক নারীদের নিয়মিত টমেটো গ্রহণের পরামর্শ দিয়েছে জার্নাল অব নিউট্রিশন। কেননা, এক কাপ (২৪০ গ্রাম) কাঁচা টমেটোতে আছে প্রায় ১৫ মাইক্রোগ্রাম ভিটামিন কে এবং প্রায় ৪৫ মিলিগ্রাম খনিজ ফসফেট। এই দুটোই বাতের ব্যথা কমাতে ও হাড় ক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখে। তবে কাঁচা টমেটো পরিমাণে বেশি খেলে হজমের সমস্যা হতে পারে, কারণ আলফা টমাটিডিন বেশি পরিমাণে পেটে সয় না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫০

কাবিল বলেছেন: বাহ আপনিতো তথ্য বহুল পোস্ট করছেন।
এমন আরও তথ্য বহুল পোস্টের অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ।



বি দ্রঃ প্রতিউত্তর দেওয়ার সময় উপরে সবুজ তীর চিহ্ন ক্লিক করুন।

২| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৫

খাদিজাজিনিয়া বলেছেন: ধন্যবাদ। আরও আসছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.