নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

খেলার সাথে একটু রাজনীতি মেশাই।

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট টিমের যে সমর্থন তা যথেষ্টই চোখে পড়ার মত।
পৃথিবীতে আর কোন দেশের মানুষই নিজের দেশের দলকে রেখে অন্য দলকে সমর্থন করেনা।বাংলাদেশ- পাকিস্তান ম্যাচ হচ্ছে অথচ আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা বাংলাদেশকে সাপোর্ট না করে পাকিস্তানকে সাপোর্ট করে।তাদের বক্তব্য খেলা হচ্ছে খেলা।এর মধ্যে রাজনীতি নিয়ে আসা উচিত নয়। খেলা শুধুমাত্র খেলাই থাকে
যখন তা পাড়ার মাঠের খেলা থাকে।কিন্তু যখন তা আন্তর্জাতিক পর্যায়ে হয়
তখন তা আর শুধুমাত্র খেলা থাকেনা।একটি দেশের জাতীয় দল সেই
দেশের প্রতিনিধিত্ত করে।দেশের জাতীয় পতাকা বহন করে।দেশের জাতীয় দল
যেখানে যাবে,দেশের পতাকা তুলে ধরবে।এই দলের সাফল্য-ব্যর্থতার সাথে
পুরো জাতির হাসি কান্না জড়িয়ে থাকে।

এইকারনে বাংলাদেশ ক্রিকেট দল কোন ম্যাচ জিতলে আমাদের পুরো জাতি জয়ের আনন্দে মেতে ওঠে।হারলে দলের খেলোয়াড়দের মত পুরো জাতি শোকাচ্ছন্ন থাকে। দলের খেলোয়াড়েরাও যখন জাতীয় দলের হয়ে খেলতে
নামে তখন আর সে শুধুই একজন
খেলোয়াড় থাকেনা,হয়ে যায় নিজ দেশের রাষ্ট্রদূত।নিজের দেশের জাতীয় দলের বিরুদ্ধে,জাতীয় পতাকার বিরদ্ধে,পুরো জাতির বিরদ্ধে যে সমর্থন করে সে কি রাজাকার নয়? নিজ দেশে খেললে দর্শকরা তাদের দলকে সমর্থন দেবেন এটাই স্বাভাবিক। আশ্চর্য
হলেও সত্যি যে, বাংলাদেশের বিরুদ্ধে
আমাদের খেলা হলেও গ্যালারি থেকে আমাদের পতাকা উড়িয়ে উৎসাহ
দেওয়া হয়।‘ এ বক্তব্য পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের।
বাংলাদেশে এখন পর্যন্ত পাকিস্তান যতবার খেলতে এসেছে (বিশেষ করে ২১শে ফেব্রুয়ারি,২৬শে মার্চ অথবা ১৬ই ডিসেম্বর)প্রতিবারই পাকিস্তান অধিনায়ক অথবা ম্যানেজারকে ৭১
নিয়ে প্রশ্নের সম্মুখিন করেছেন এদেশের কিছু সাংবাদিক।আর প্রতিবারই এসব প্রশ্ন এড়িয়ে গেছেন তারা কখনো বা বিরক্তি ভাব নিয়ে,কখনো বা নো
কমেন্ট বলে কখনো বা বলেছেন,আমরা এখানে শুধুমাত্র ক্রিকেট খেলতে এসেছি।যেমনটা গতবার এসে বলে গেছেন পাকিস্তানি অধিনায়ক আর
তাদের দলীয় ম্যানেজার। যে জাতি আমাদের অস্তিত্ত চায়নি সেই জাতির সাফল্যে আনন্দিত হওয়া,ব্যর্থতায় কষ্ট পাবার কোন অধিকার কি আমাদের
আছে?স্বাধীনতার ৪০ বছরেও ক্ষমা চায়না,ক্ষমা যদি চেয়েও থাকে ১৪ই
ডিসেম্বর,১৯৭১ এ যে আমাদের জাতিগত ভাবে পঙ্গু করে দিয়ে গেল তার কি কোন ক্ষমা আছে? থাকতে পারে? আজকে অনেকেই বলবেন বাবা
অপরাধ করলে তার ঘৃণা তার সন্তান কেন পাবে?অবশ্যই পাবে যদি সে মনে করে তার বাবা যা করেছিল ঠিকই
করেছিল। ৭১ সালে যদি আপনার সামনে আপনার বাবাকে বেয়োনেট
দিয়ে খুঁচিয়ে মেরে ফেলত,আপনার মা-বোনকে ধর্ষণ করত পারতেন
কোনভাবে পাকিস্তানকে ভালবাসতে?ওদের সমর্থন করতে?
খেলার মাঠে দেখা যায় আমাদের দেশের মানুষেরা ভারত-পাকিস্তানের জার্সি পড়ছে-পতাকা উরাচ্ছে।এই ভারত-
পাকিস্তানের পতাকা কি আমাদের?ওদের জার্সি কি আমাদের?একবার আমাদের
পতাকা-জার্সির দিকে তাকিয়ে দেখুনতো। আমাদের লাল-সবুজ কি কম
সুন্দর?
.
‪#‎Phoenix‬ Reborn ভাইয়ের লিখাটি শেয়ার করলাম। এটা পড়ে কোন ছাগল যদি মানুষ হয় এই অাশায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

কাজী নায়ীম বলেছেন: ছাগলগুলো তো আপনার এই লেখা পড়বে না; পড়লেও তাদের কনো ভাবাবেগ হবে না; ছাগলই থেকে যাবে।

২| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩

ফেরদৌসুর রহমান বলেছেন: আমরা যারা পাকিস্তানকে ৭১ নিয়ে ক্ষমা চাওয়ার কথা বলি তাদের কাছে আমার প্রশ্ন আত্নসমর্পন করার চেয়ে বড় ক্ষমা চাওয়া কি হতে পারে? যারা বাংলাদেশীদের পুচকে বলে হাসি ঠাট্টা করতো তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আত্নসমর্পন। এর চেয়ে বেশি অপমান কি হতে পারে?

আর দ্বিতীয় প্রশ্ন হলো- কাউকে মেরে ক্ষমা চাইলে কি সেই অপরাধ মাফ হয়ে যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.