নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে
ব্রেন্ডন ম্যাককালাম যদি বাংলাদেশের ক্রিকেটার হতো তাহলে তাকে বাদ দেওয়ার জন্য আমরণ অন্বেষণ ধর্মঘট ডাকা হতো।
ব্রেন্ডন ম্যাককালাম বাবার জোরে খেলে ( ব্রেন্ডন ম্যাককালামের বাবা স্টুয়ার্ট ম্যাককালাম ৭৫ টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং ৪১ টি লিস্ট-এ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।)
ব্রেন্ডন ম্যাককালামের সাথে তামিমের তুলনা করেন।
আপনি কি পাগল হইছেন!?
ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ডের অধিনায়ক, আর তামিম...
তামিম চাচার জোরে খেলে, তামিমা কালা পারেনা।
২৫৪ টি একদিনের ম্যাচে ম্যাককালামের সেঞ্চুরি ৫ টি আর ১৪৮ টি একদিনের ম্যাচে তামিমের ৬ টি সেঞ্চুরি।
- তো কি হইছে, তামিম কালা পারেনা।
২৫৪ টি একদিনের ম্যাচে ম্যাককালামের অর্ধশতক ৩১ টি আর তামিমের ১৪৮ টি একদিনের ম্যাচে ৩০ টি অর্ধশতক।
- তো কি হইছে, তামিম কালা পারেনা।
ম্যাককালাম তামিমের চেয়ে ১০৬ ম্যাচ বেশি খেলে মাত্র ১৩৯৪ রান বেশি করেছে।
- তো কি হইছে, তামিম কালা পারেনা।
২৮ ইনিংস অপরাজিত থাকা সত্ত্বেও ম্যাককালামের ব্যাটিং গড় ৩০.৩০ আর তামিম মাত্র ২ বার অপরাজিত থেকে ব্যাটিং গড় ৩১.১৩।
- তো কি হইছে, তামিম কালা পারেনা।
ব্রেন্ডন ম্যাককালামের শেষ ৭ ইনিংসে মাত্র ১ টি অর্ধশতক, তামিমের ২ টি শতক এবং ২ টি অর্ধশতক।
- তো কি হইছে, তামিম কালা পারেনা।
তা এতো কথা বাদ, নিউজিল্যান্ডের অধিনায়কের কালা না পারা তামিমের উদাহরণ দেওয়া লাগবেনা।
আচ্ছা এতোদিন তো বলতেন তামিম ছাড়া আর কি ওপেনার নাই, লিটন দাসকে দলে নেয়না কেনো।
তা এখন আপনারাই তো বলছেন লিটন দাসকে কেনো দলে নেওয়া হয়। squint emoticon
আচ্ছা এতো কথা বাদ...
মুশফিকের পরে এই বছর তামিম ইকবাল একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছে।
এইতো কিছুদিন আগে বাংলাদেশের ২য় ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছে।
- ধুর মিয়া আপনি কিরকেট কালা বুগেননা,
তামিম কালা পারেনা, তামিম চাচার জোরে কালা। পরিসংখ্যান দিয়ে আর কতদিন তামিমের দালালি করবেন। squint emoticon
ব্যাপারটা বুঝা গেলো..?
কুনু সমস্যা?
২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৭
হানিফঢাকা বলেছেন: People expect more from someone he loves.
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪২
rakibmbstu বলেছেন: অকা