নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ওরা তোমাকেও মারবে, তখন প্রতিবাদ করার কাউকে পাবে না..

২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

১. ওরা যখন নাস্তিক ট্যাগ দিয়ে ব্লগারদের হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
--------কারণ তুমি ব্লগার না ।

২. ওরা যখন ইতালি নাগরিককে হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
--------কারণ সে তোমার দেশের কেউ না।

৩. ওরা যখন জাপানি নাগরিককে হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
------- কারণ সেও তোমার দেশের কেউ না।

৪. ওরা যখন পুলিশ অফিসারকে ছুরি মেরে, কুপিয়ে হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
-------কারণ তুমি পুলিশে চাকুরি কর না।

৫. ওরা যখন শিয়াদের তাজিয়া মিছিলে বোমা হামলা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
-------কারণ তুমি শিয়া না।

৬।ওরা যখন প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
--------কারণ তুমি প্রকাশক না।

৭. ওরা যখন বগুড়ায় শিয়া মসজিদে হামলা করে নামাজরত মোয়াজ্জেমকে হত্যা করলো, তখনও তুমি চুপ।
--------- কারণ তুমি শিয়া মসজিদে নামাজ পড় না।

****কিন্তু কাল যখন ওরা তোমার উপর হামলা করবে, তখন তোমার পক্ষে কথা বলা মতো কাউকে পাবে না। *****

তাই সবাইকে বলি, আসুন সময় থাকতে সবাই মিলে এসব জঙ্গিদের প্রতিহত করি। দেশকে জঙ্গিমুক্ত করে সামনে এগিয়ে নিয়ে যাই।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: তাতে কী! হামলা করলে মরে যাবো- মরে যাওয়া কি খারাপ?

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

শাওন আকন্দ বলেছেন: সবাই "যার যার তার তার " সিস্টেমে বিশ্বাসী।

কেউ কারো জন্য নয়!

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

শাহমুন নাকীব ফারাবী(২) বলেছেন: মরতে এতো ভয় কেন??

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

দধীচি বলেছেন: তুই কি বোকাচোদা?

৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সামুতে এত জঙ্গি বাইড়া গেল ক্যান?

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

অদৃশ্য যোদ্ধা বলেছেন: মরে যাওয়া খারাপ হবে কেন? কিন্তু মারাটা কি ভালো? খারাপ কাজের প্রতিবাদ করতে হবে না? #প্রতিবিম্ব প্রতিচ্ছায়া

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

অদৃশ্য যোদ্ধা বলেছেন: ঠিকই বলেছেন ভাই, কেউ কারো জন্য না..... #শাওন আকন্দ

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

অদৃশ্য যোদ্ধা বলেছেন: মরতে ভয় নেই। সবাইকে মরতে হবে। কিন্তু আমাদের ভবিষ্যত প্রজন্মকে নিরাপত্তা দিতে হবে তো #শাহমুন নাকীব ফারাবী(২)

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

অদৃশ্য যোদ্ধা বলেছেন: যে যেমন সে সবাইকে তেমনি মনে করে। নিজে বোকাচোদা বলে কি সবাইকে তাই মনে করবেন? #দধীচি

১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

অদৃশ্য যোদ্ধা বলেছেন: জঙ্গি বাড়ে নাই। এসব জঙ্গিরা একটু ল্যাদানো জায়গা পাইলেই ল্যাদানো শুরু করে। #হাসান কালবৈশাখী

১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: ঠিক

১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

অদৃশ্য যোদ্ধা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.