নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বিকল্প পথে দীর্ঘদিন ফেসবুক ব্যবহার করা যাবে না----তারানা হালিম।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

সাময়িক বন্ধ রাখার পরও যারা ফেসবুক ব্যবহার করছেন তাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ না করে ফেসবুক শতভাগ বন্ধ রাখা যায় না। যারা ব্যবহার করছেন তারাই বলুন কীভাবে সম্ভব?



রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ না করে ফেসবুক শতভাগ বন্ধ করা সম্ভব কি-না, এটা আপনারাই খোঁজ নেন। আশা করি খোঁজ নিয়ে আপনারাই উত্তরটা দেবেন। পৃথিবীর কোন দেশে, এমনকি যেখানে ফেসবুকের অ্যাডমিনও আছে, হান্ড্রেড পার্সেন্ট (শতভাগ) বন্ধ করা সম্ভব নয়।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, অপনারা কী অ্যাগ্রি করেন, আপনারা তো দীর্ঘদিন আছেন, আমি তো স্বল্পসময়। হান্ড্রেন্ড পার্সেন্ট কী বন্ধ করা সম্ভব?

তারানা হালিম বলেন, ফেসবুক হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করা সম্ভব নয়। ইন্টারনেট যতক্ষণ না সম্পূর্ণ শাটডাউন করেন। সেটা আমরা করতে চাই না। আমরা ইন্টারনেট শাটডাউন করবো না।

সবারই সীমাবদ্ধতা থাকে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রযুক্তি দিয়ে প্রযুক্তির মোকাবেলা করছি। কিন্তু কেউ যদি বলেন, একশ’ ভাগ এটি (ফেসবুক ব্যবহার) সম্ভব, আমি অনুরোধ করবো একশ’ ভাগ কীভাবে সম্ভব আমাকে একটু জানিয়ে যান। তাহলে তিনি একজন অত্যন্ত স্বনামধন্য উদ্ভাবক হিসেবে পুরস্কারও পেতে পারেন। পৃথিবীর কোথাও ইন্টারনেট শাটডাউন ছাড়া ফেসবুক বন্ধ রাখা কোনো প্রযুক্তিবিদ বলতে পারেননি।

বিকল্প পথে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ব্যান্ডউইথ ক্যাপাসিটি কম হলে ব্যবহার করতে পারবেন না। নাশকতাকারীরা ব্যবহার করলেও দ্রুত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

কবে নাগাদ ফেসবুক খুলে দেওয়া হবে- প্রশ্নে তারানা হালিম বলেন, এই কথাগুলো আমাকে আহত করে। এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন মনে করবে এখন নিরাপদ, তখন খুলে দেওয়া হবে। যখন আইন-শৃঙ্খলা বাহিনী মনে করবে, তখনই খুলে দেওয়া হবে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হালিমাপার কথা শুনতে শুনতে ক্লান্ত লাগে এখন। আর কতদিন চালাবেন এমন অভিনয়? ভালো লাগে না আর। যথেষ্ট হয়নি এখনো?

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২১

অদৃশ্য যোদ্ধা বলেছেন: অপেক্ষা করেন ভাই। সময় হলে সবই খুলে দিবেন হালিম আপা :D

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২২

িবর্ন জামান বলেছেন: কিতা লাভ হইবো ইতা কইরা ।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

এম আবু জাফর বলেছেন: জনগণের কন্ঠ রোধ করে কেউ বেশীদিন ঠিকতে পারেনি,

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

ঢাকাবাসী বলেছেন: হালিম আপার কি দুষ, তাকে যা বলা হয় তাই তিনি করেন!

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

রাজ হাসান বলেছেন: তবে মনে হইতেছে পৌর নির্বাচনের পরে হয়ত ফেবু চালু হইতে পারে,তবে জননিরাপত্তার কথা বিবেচনা করে ইহাকে(ফেবুকে) আজীবন নিষিদ্ধ করাও হতে পারে।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

অতঃপর হৃদয় বলেছেন: আমি পারব বন্ধ থাকার পর ও শতভাগ ফেসবুক চালাতে :) চাইলে আমাকে ডেকে নিতে পারেন।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

হাসান কাবীর বলেছেন: যে কোনো প্রতিকুল পরিস্থিতিতেও ঊনারা সব ঠিক আছে সব স্বাভাবিক বলে এসেছেন, এবার নিজেরাই নিজেদের ফাদে পড়েছেন, ওনাদের কথামত যতদিন ফেসবুক বন্ধ থাকবে ধরে নিবো,জাতিয় নিরাপত্তা হুমকির মুখে, যেটা আমরাও আশা করিনা, যেভাবেই হোক দায়িত্বে যখন আছেন,সাম্লাতে হবে আপ্নাদেরই।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

অদৃশ্য যোদ্ধা বলেছেন: তারাই বলে দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। তারপরও তারা ফেসবুক খুলছে না। এতে কিন্তু অপরাধীদের কোন সমস্যা হচ্ছে না। সব সমস্যা হচ্ছে নিরীহ ফেসবুককারীদের।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

ডা: এনামুল বলেছেন: সেলফি পলকের কি হপে ?

১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

অদৃশ্য যোদ্ধা বলেছেন: পলক ভাইয়ের আর কি হবে? উনারাই তো ক্ষমতায়....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.