নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

যেদেশে পুলিশই রাজা.....

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

যাত্রাবাড়িতে সিটি কর্পোরেশনের কর্মচারী বিকাশ কে মারতে মারতে এই ডায়লগ ছাড়েন এক পুলিশ কর্মকর্তা। ইয়ে মানে এতদিন জানতাম দেশটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ । :)
আজকে জানলাম পুলিশপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কোটেশন হবে।
"এখানে পুলিশি পদ্ধতিতে দেশ চালান হয়।"

এই চান্সে জগতের একমাত্র পুলিশ শাসিত দেশের রেকর্ড করে গিনেজ মিনেজে নাম লেখানোর চান্স আছে। সেনা শাসিত দেশ বহুত আছে ,পুলিশ শাসিত দেশ আছে কয়টা? আচ্ছা বাদ দেন একটা ঘটনা বলি

কিছুদিন আগে আমার এক বন্ধু টিউশনি করে বাসায় ফিরছিল। রাতের বাজে ১১ টা। এক টেম্পু পুলিশ না ইয়ে মানে রাজা দাড়ায়ছিল। আমার বন্ধুকে বলল
- ওই থাম কই যাস
ব্যাপার না রাজারা সবাইরে তুই তোকারি করেই বলে। এইডা রাজাদের পুলিশি অধিকার ।
আমার বন্ধু টিউশনি থেকে বাড়ি ফিরছি বলায় , তাকে বলে গাড়িতে উঠতে। আমার বন্ধু আইডি কার্ড বের করে বলে কেন স্যার।

কতবড় বেদ্দপ। পুলিশ না ইয়ে মানে রাজারে প্রশ্ন করে। কেন স্যার বলার অপরাধে তারে ইচ্ছামত মত মারা হয় ৫ মিনিট।

আমার বন্ধু কি অপরাধ এইডা বুঝার আগেই ব্যাথায় যন্ত্রনায় মাটিতে পরেছিল।

সো কোন কথা নাই পুলিশ দেশের রাজা। ওকে মনে রাখেন রাজাদের অধিকার কি কি ???
এক যে কাউরে তুই তোকারি করে বলার অধিকার ।
দুই সাসপেক্টের গায়ে হাত তোলা যাবেনা এই আইন রে কলা দেখিয়ে ধোলাই দেয়ার অধিকার ।
তিন মারতে মারতে নিজেরে রাজা ঘোষণা করার অধিকার ।

কিছুদিন আগে মিরপুরে জঙ্গী আস্তানায় অভিযান চালানোর জন্য পুলিশরে স্যালুট দিয়েছিলাম। কিন্তু সত্যি কথা টা কি জানেন। এই ভাল পুলিশের সংখ্যা বে অফ বেঙ্গলে হাঙ্গরের সংখ্যার সমানুপাতিক ।

প্রিয় পুলিশ ভাইয়েরা,
তোমাদের মধ্যে যারা নিজেরে দেশের রাজা ভাব। উর্দি আর ব্যাজের প্রতি বাঙ্গালীর এলার্জির ইতিহাস জাইনা রাখ।
আইয়ুব জানে ইয়াহিয়া জানে এরশাদ জানে ।

যখনি কোন ব্যাজওয়ালা নিজেরে রাজা ভাবছে ,
বাঙ্গালী তারেই ধইরা খোজা বানাইয়া দিছে।
সো, সাবধান......।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

এমডি এআর মুবিন বলেছেন: এই দেশে আমরা বাস করি! ভাবতেই বমি আসে, বমির সাথে বেরিয়ে আসতে চায় ক্ষোভ!

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

অদৃশ্য যোদ্ধা বলেছেন: কিন্তু আমাদের মত জনগণদের কিছুই করার নেই......

২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

এমডি এআর মুবিন বলেছেন: থাকবে কীভাবে? দেশটা গণপ্রজাতন্ত্রী হলে তো?

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

অদৃশ্য যোদ্ধা বলেছেন: নামে গণপ্রজানন্ত্রী কি কামে.........??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.