নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

দুঃসাহসিক অপারেশন জ্যাকপট ও একজন মুক্তিযোদ্ধার কথা

০১ লা মে, ২০১৬ সকাল ৭:৩৮

আমার এক আমেরিকান বন্ধু আছে নাম রবার্ট। ব্যাটা বহুত অহংকারী পাবলিক। নিজেদের সামরিক শক্তি নিয়ে অনেক অহংকার করে। এই সেদিন কথা হচ্ছিল
বন্ধু- ইউ ন উই হ্যাভ ফিফথ জেনারেশন ফাইটার প্লেন।
আমি- ব্যাটা থাম, অপারেশন জ্যাকপটের নাম শুনেছিস
বন্ধু- ইন ইরাক ওর আফগানিস্তান
আমি- ইরাক ও না আফগানিস্তান ও না। বাংলাদেশ।
বন্ধু- হোয়াট ?
আমি- চার ঘন্টায় ২৬ টা জাহাজ ডুবাইয়া দিছিলাম উইদাওট এনি মিসাইল
বন্ধু- অসম্ভব
হা করে ঘটনা শুনল সে। অবশ্য তার দোষ কি। আমাদের পোলাপাইন অনেকেই জানেনা অপারেশন জ্যাকপটের কথা। তেল্লিশ বছর আগে ১৫ই অগাস্টের সে রাত।
অপারেশন জ্যাকপট। টার্গেট চট্টগ্রাম, মংলা,চাদপুর, নারায়ণগঞ্জ দেশের সবগুলো সমুদ্র ও নদী বন্দর। সুইসাইডাল অপারেশন ছিল। প্রত্যেক কে একটা ফর্মে সই করতে হয়েছিল যাতে লেখাছিল "আমি দেশের স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিতে সম্মত হয়েই এই প্রশিক্ষণ গ্রহণ করছি, আর যুদ্ধে আমার মৃত্যু ঘটলে কেউ দায়ী থাকবে না।"
ডেটলাইন ১৫ ই অগাস্ট রাত , রাত ১ টা
সাবমেরিনার ওয়াহিদ চৌধুরী তার দল নিয়ে কর্নফুলি নদীর তীরে পৌছে যান রাত সাড়ে এগারোটার মধ্যে। ঠিক একই সময়ে মংলা বন্দরে কমান্ডার আমিনুর খসরুর নেত্তৃত্তে পৌছে যায় আরেকদল কমান্ডো। চট্টগ্রামে কমান্ডার ওয়াহিদ চৌধুরী সবার উদ্দেশে বললেন, 'শোনো কমান্ডোরা, বন্দরের দিক থেকে কর্ণফুলীর পানিতে মাঝেমধ্যেই সার্চলাইট ফেলে সতর্কতামূলক গুলি করা হয়। কারো শরীরে সেই গুলি লাগলে চিৎকার না করে সঙ্গে সঙ্গে পানিতে ডুবে যাবে। এখনো সময় আছে, কারো ভয় লাগলে অপারেশন থেকে সরে দাঁড়াও। আই রিপিট দিস ইজ এ সুইসাইডাল অপারেশন। '
এদিকে মংলায় তখন ২৪ জনের দল ৬ জন করে ভাগ হয়ে মাইন লাগাতে নেমে গেছে পানিতে। রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রামে প্রথম বিস্ফোরণ ঘটে। তারপর একে একে সব গুলো মাইন বিস্ফোরিত হয়। একই সাথে চাদপুর আর নারায়ণগঞ্জে ফাটতে শুরু করে মাইন। মংলায় ৬.৩০ মিনিট থেকে মাইনগুলো ফাটতে শুরু করে।এঁকে এঁকে ডুবে যায় পাকিদের রসদ অস্ত্র গোলাবারুদ বাহি ২৬ টা জাহাজ যার মোট ওজন ছিল ৫০৮০০ টন। চারঘন্টার ব্যাবধানে পাক বাহিনীর নৌ সেক্টরকে পানিতে ডুবিয়ে দেয় মাত্র দুইশ জনের একদল কমান্ডো। কোন আধুনিক অস্ত্র ছাড়াই। আত্মঘাতী অপারেশনে প্রাণ দেয় বিশজন কমান্ডো।

এ ঘটনার চল্লিশ বছর পড়ে ঢাকা থেকে এক ডাক্তার যায় নৌ কমান্ডো ফজলুর রহমানের কাছে। সাথে একটি ক্যামকর্ডার। ফজলুর রহমানের হতদ্ররিদ্র অবস্থা দেখে ডাক্তার বলেন 'এই যে যুদ্ধ করলেন,কি পাইলেন? দেশ স্বাধীন করলেন অথচ এখন এই বয়সে ও আপনে ঠেলা গাড়ি চালান, পুকুর পাড়ে ভাঙ্গা ঘরে থাকেন”।
ফজলুর রহমানের ভাবলেশ হীন উত্তর “ বিল্ডিং দেওনের লাইগ্গা তো আর দেশ স্বাধীন করি নাই। আমরা আসিলাম সুইসাইড টিম। মরনের লাইগ্গা যুদ্ধ করছি। বাইচ্চা যে রইছি , স্বাধীন দেশটারে দেখলাম, এইডাইতো বেশী”।
তেতাল্লিশ বছর আগে একাত্তরের আজকের এই রাতে ফজলুর রহমানরা শুধু মাত্র মাইন দিয়ে ৫০০০০ টন জাহাজ অস্ত্র গোলাবারুদ ধ্বংস করে দেয়। প্রজন্ম অবশ্য আই হেইট পলিটিক্স। মুক্তিযুদ্ধ তাদের কাছে পলিটিক্স। ডার্টি থিংস। থ্রিডিতে অ্যাভেঞ্জার দেইখা সন্তুষ্ট। টম ক্রুজ থেকে সালমান খানের মাসল দেইখা পাগল হয়। মিশন ইম্পসিবল থেকে দাবাঙ্গের স্পেশাল ইফেক্ট দেইখা উহ আহ করে। জানেনা আমাদের জন্মটাই মিশন ইম্পসিবল ছিল। বুঝেনা আমাদের স্পেশাল ইফেক্ট লাগেনা,আমরা শত্রুর এল এম জি দিয়া শত্রুকে খুন করি ।

লিখাটা ফেসবুক থেকে সংগৃহিত।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



ঠিক এটাই ঘটেছিল।

০১ লা মে, ২০১৬ সকাল ৯:৫৫

অদৃশ্য যোদ্ধা বলেছেন: হুম

২| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


টাইপো:

মুক্তিযুদ্ধার ----> মুক্তিযোদ্ধার

০১ লা মে, ২০১৬ সকাল ৯:৫৯

অদৃশ্য যোদ্ধা বলেছেন: ধন্যবাদ ভাই, ভূলটি ধরিয়ে দেওয়ার জন্য

৩| ০১ লা মে, ২০১৬ সকাল ৮:০৫

মোস্তফা ভাই বলেছেন: রিয়েল র‌্যামবো। এসব বীর দের সাহায্য না করে সব টাকা অলস ক্রিকেটে খরচ করো, সাবাশ বাংগালী।

০১ লা মে, ২০১৬ সকাল ১০:০০

অদৃশ্য যোদ্ধা বলেছেন: ক্রিকেট আবার আপনারে কি করলো, এটায় এতা এলার্জি কেন আপনার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.