নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ নয়, শান্তি চাই...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

কাশ্মীর হামলায় ১৭ জন ভারতীয় সেনা নিহত হওয়ায় পাকিস্তানে সামরিক যুদ্ধে যাওয়ার প্রস্তাব দিয়েছে ভারতের সেনা কর্মকর্তারা এমনকি চ্যালেন্জ করা হয়েছে যে ৫ মিনিটেই পাকিস্তানকে উড়িয়ে দেয়া হবে, সেনাদের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে বলিউডের অনেক অভিনেতারা।

হুমকির পাল্টা জবাবে পাকিস্তানের সেনারা বলেছে ভারতের সব ধরনের হামলা মোকাবেলা করার ক্ষমতা আছে তাঁদের!
দু-দেশের ই পারমানবিক শক্তিটা এখনো বিশ্বের অজানা ই রয়ে গেলো।

এর আগে কিছুদিন পূর্বে ভারতীয় সেনারা বলেছিলো বড় কোন যুদ্ধে তাঁরা যাওয়ার মতো অবস্থা নেই কেননা অস্ত্রের মজুদ কম ভারতে তাই চীন-পাকিস্তানের সব হুমকিই নীরবে সহ্য করে আসছে!

এখন আসি আসল কথায়, বিভিন্ন পেজের কমেন্টে দেখলাম এইসব খবরে উল্লাস প্রকাশ করছে আমাদের দেশের মানুষরা....
কিন্তু, কোন বুঝে নাচানাচি করতেছে...!!

যেকোন যুদ্ধ ই মানবতার জন্য হুমকি স্বরূপ আর যেহেতু দুই প্রতিবেশী দেশেই ঘটতে পারে এই যুদ্ধ সেখানে আমাদের দেশও নিরাপদ নয়, দক্ষিনে বঙ্গোপসাগর ছাড়া বাকী তিন অঞ্চলেই আছে ভারত সেক্ষেত্রে সীমান্তর্বতী এলাকাও হতে যুদ্ধ কবলিত স্থান!
এর আগে চীনের সাথে ঝামেলায় ভারত সরকার চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চেয়েছিলো, তো যদি কখনো পাকিস্তান বা চীনের সাথে সামরিক যুদ্ধ শুরু হয় তাহলে সেটা আবারও চাইবে আর বলবে ৭১ সালের উপকারের কৃতজ্ঞতা প্রকাশ কর!

আর যাই হোক কোন প্রকার যুদ্ধ, হানাহানি, রক্তক্ষয় কখনোই সমর্থন করবো না, করা ঠিকও না!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫০

মোঃ শওকত হোসেন বিপু বলেছেন: আমি আর কি করব, আপনাকে সমর্থন করলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

অদৃশ্য যোদ্ধা বলেছেন: কোন যুদ্ধই তো শান্তি বয়ে আনে না তাই না?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৫

ধ্রুবক আলো বলেছেন: আর যাই হোক কোন প্রকার যুদ্ধ, হানাহানি, রক্তক্ষয় কখনোই সমর্থন করবো না, করা ঠিকও না!!

আমাদের কিছু করার নাই আপনার এ কথার সমর্থন জানানো ছাড়া, তবে যুদ্ধে বাধলে বাংলাদেশের প্রচুর ক্ষতি হবে! সাধারন মানুষ বিপাকে পরবে।। চাই না কোন যুদ্ধ বাধুক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক,,, তবে ভারত পরাশক্তি হিসেবে খুব দেমাগ তাদের, এবং পরের মাথায় কাঠাল ভেঙে খেতে ওস্তাদ!! কারো কাছ থেকে সুবিধা না পেলে গুড়িয়ে দেয় তাকে!!
তাই আশা করি কোন রকম যুদ্ধ না বাধুক।।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: আর যাই হোক কোন প্রকার যুদ্ধ, হানাহানি, রক্তক্ষয় কখনোই সমর্থন করবো না, করা ঠিকও না!!
সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.