নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে
ঐ যে, ধর্মান্ধ, ধর্মমাতালের দল আবারও শুরু করেছে..। এক ফেসবুক স্ট্যাটাসে ধর্ম অবমাননার দায়ে রংপুরে সংখ্যালগুদের বাড়িতে হামলা, আগুন।
পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১, আহত ২৫. ধর্মের সম্মান এতো কম এদের কাছে, সামান্য ফেসবুক স্ট্যাটাসে এদের ধর্মের অবমাননা হয়?? যে ছেলে মারা গেলো সে জান্নাতে যাবে সিউর তো?? এইসব ধর্মান্ধ ও ধর্মমাতালদের জন্যই কাজী নজরুল লিখেছিলেন-
“এক স্থানে দেখিলাম, ঊনপঞ্চাশজন ভদ্র-অভদ্র হিন্দু মিলিয়া একজন শীর্ণকায় মুসলমান মজুরকে নির্মমভাবে প্রহার করিতেছে, আর একস্থানে দেখিলাম, প্রায় ওই সংখ্যাক মুসলমান মিলিয়া একজন দুর্বল হিন্দুকে পশুর মতো মারিতেছে। দুই পশুর হাতে মার খাইতেছে দুর্বল অসহায় মানুষ। ইহারা মানুষকে মারিতেছে যেমন করিয়া বুনোজংলি বর্বরেরা শূকরকে খোঁচাইয়া মারে। উহাদের মুখের দিকে তাকাইয়া দেখিলাম, উহাদের প্রত্যেকের মুখ শয়তানের চেয়েও বীভৎস, শূকরের চেয়েও কুৎসিত! হিংসায়, কদর্যতায় উহাদের গাত্রে অনন্ত নরকের দুর্গন্ধ!
উহাদের দুই দলেরই নেতা একজন,তাহার আসল নাম শয়তান। সে নাম ভাঁড়াইয়া কখনও টুপি পরিয়া পর-দাড়ি লাগাইয়া মুসলমানদের খ্যাপাইয়া আসিতেছে, কখনও পর-টিকি বাঁধিয়া হিন্দুদের লেলাইয়া দিতেছে, সে-ই আবার গোরা সিপাইগুর্খা সিপাই হইয়া হিন্দু-মুসলমানদের গুলি মারিতেছে! উহার ল্যাজ সমুদ্র পারে গিয়া ঠেকিয়াছে,উহার মুখ সমুদ্রে পারের বুনোবাঁদরের মতো লাল!
দেখিলাম, আল্লার মসজিদ আল্লা আসিয়া রক্ষা করিলেন না,মা-কালীর মন্দির কালী আসিয়া আগলাইলেন না! মন্দিরের চূড়াভাঙিল, মসজিদের গম্বুজ টুটিল!
আল্লার এবং কালীর কোনো সাড়াশব্দ পাওয়া গেলনা। আকাশ হইতে বজ্রাঘাত হইল না মুসলমানদের শিরে, ‘আবাবিলের’ প্রস্তর-বৃষ্টি হইল না হিন্দুদের মাথার উপর।
এই গোলমালের মধ্যে কতকগুলি হিন্দু ছেলে আসিয়া গোঁফ-দাড়ি-কামানো দাঙ্গায় হত খায়রু মিয়াঁকে হিন্দু মনে করিয়া‘বলো হরি হরিবোল’ বলিয়া শ্মশানে পুড়াইতে লইয়া গেল, এবং কতকগুলি মুসলমান ছেলে গুলি খাইয়া হত দাড়িওয়ালা সদানন্দ বাবুকে মুসলমান ভাবিয়া ‘লাইলাহাইল্লাল্লাহু’ পড়িতে পড়িতে কবর দিতে লইয়া গেল।
মন্দির এবং মসজিদ চিড় খাইয়া উঠিল,মনে হইল যেন উহারা পরস্পরের দিকে চাহিয়া হাসিতেছে!”
সর্বশেষে বলি- হে আল্লাহ, এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো।
২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
আবু তালেব শেখ বলেছেন: মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে।
কেনই বা অবমাননাকর স্ট্যাটাস
দেবো
আর কেনই বা বাড়িঘর পোড়াইতে যাবো।
৩| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
আবু তালেব শেখ বলেছেন: প্রশাসনের অবশ্যই দায় আছে
তাদের গাফিলতির কারনেই নিরিহ মানুষদের ঘরবাড়ি পোড়াইছে জনতা।
অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত করলেই এই সহিংসতা হইতো ঠেকানো যেত।
৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০০
এম আর তালুকদার বলেছেন: উহাদের দুই দলেরই নেতা একজন,তাহার আসল নাম শয়তান। হে আল্লাহ, এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো।
৫| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে হানাহানি করে নির্বোধেরা।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪২
আখেনাটেন বলেছেন:
এক অন্যায়কে হাজার অন্যায় দ্বারা প্রতিস্থাপনের প্রচেষ্টা।
নিপাত যাক এইসব ধর্মান্ধ কুলাঙ্গাররা!!!!!!!!!
চারদিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ ও প্রশাসন কি করছিল? এদের কাজ কি? এক্সট্রিম মোমেন্টে গিয়ে ফটাফট গুলি করলেই সমস্যা সমাধান হবে। আগেই কেন প্রতিকারের ব্যবস্থা নেওয়া হল না। এদেরও শাস্তির অাওতায় অানা দরকার।