নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাইরুন নাহার বিনতে খলিল

খাইরুন নাহার বিনতে খলিল › বিস্তারিত পোস্টঃ

চুলের যত্নে বিউটি টিপস

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫০

আপনি যদি সঠিক উপায়ে চুলের যত্ন নিতে পারেন, তাহলে সহজেই যেকোন সমস্যা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। যেমনঃ- খুশকি, মাথার তালুর ইনফেকশন, চুল পড়া, চুলের অকাল পক্কতা ইত্যাদি। নিচে টিপস গুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার চুল ও মাথার তালু হবে সুন্দর ও স্বাস্থ্যবান।

১. সপ্তাহে অন্তত তিন দিন আপনার চুল পরিস্কার করুন, হারবাল শ্যাম্পু দিয়ে।

২. মাথার তালুতে সরাসরি শ্যাম্পু প্রয়োগ করবেন না। প্রথমে শ্যাম্পু অল্প পানি দিয়ে মিশিয়ে নিন তারপর মাথার তালুতে হালকাভাবে ম্যাসাজ করে লাগান অনধিক ২ মিনিট।

৩. আপনার যদি খুশকি থাকে তাহলে, এ্যন্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন এবং মাথার তালু পরিস্কার রাখুন চুলের সু-স্বাস্থ্যের জন্য।

৪. কখনোই ভেজা চুল আচড়াবেন না। ভেজা চুল আচড়ানো মানে চুল পড়ে যাবার সহজ পদ্ধতি। চুল প্রথমে টাওয়েল দিয়ে ভালভাবে মুছে নিন, তারপর একটু হালকা শুকিয়ে পরিস্কার চিরুনি দিয়ে আঁচড়ে নিন।

৫. আপনার যদি লম্বা চুল থাকে তাহলে চুল আঁচড়েতে প্রথমে হাতের আঙ্গুলি ব্যবহার করুন চিরুনির সাথে।

৬. চুল আঁচড়েতে সবসময় ফাঁকা মোটা দাতের চিরুনি ব্যবহার করুন।

৭. সবসময় পরিহার করুন অপ্রয়োজনীয় কসমেটিক সামগ্রী যেমন – চুলের জেল, ক্রিম, হেয়ার কালার ইত্যাদি। এগুলোর প্রভাবে আপনার চুলের স্থায়ীভাবে রাসায়কি ক্ষতি হতে পারে। যা আর নিরাময় সম্ভব না।

৮. যদি একান্তই চুলে রং করতে হয়, তাহলে এ্যামোনিয়া ফ্রি কালার ব্যবহার করুন।

৯. অন্যের ব্যাবহৃত চিরুনি, হেলমেট, ক্যাপ ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুণ। কারন এ থেকে আপনার মাথায় সংক্রামক রোগ হতে পারে।

১০. খুব শক্ত ভাবে চুল বাঁধবেন না, এবং একই দিকে প্রতিদিন বাধবেন না, কিছুদিন পর পর স্থান পরিবর্তন করে চুলের গিট বাধবেন।

১১.লেবুর রস, মধু, দুধ ইত্যাদির সংমিশ্রনে প্যাক তৈরি করে সপ্তাহে এক বার চুলে ব্যাবহার করলে মাথার ত্বক সুস্থ থাকবে এবং চুল লম্বা হবে।

১২.চুল উকুন মুক্ত ও চুল পাকা রোধে ডিম,মেহেদি পাতা,নিম পাতার সংমিশ্রনে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।

শুভ ব্লগিং......।

২| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো পোষ্ট। হ্যাপি ব্লগিং

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: তথ্যগুলো আরো স্পষ্ট করা হলে ভাল হত। যেমন : লেবুর রস, মধু, দুধ ইত্যাদির সংমিশ্রনে প্যাক তৈরি করে - পরিমান, ধরন ইত্যাদি। ধন্যবাদ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

ব্লগে মেয়েদের কাজে আসবে। ভাল পোষ্ট!

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। আশাকরি আপনার এই লেখাটি ব্লগের পাঠক পাঠিকাদের কাজে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.