নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

শতবর্ষের পথিক

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৫৮


আজ হতে শতবর্ষ পরের কোন এক রাতে,
আমি ফিরব তোমার মধ্যরাতের অদ্ভুত ভাবনা হয়ে,
তোমার মুষ্টিপ্রহারে ভীত কলমের ন্যায়,
কিংবা তোমার কাব্যিক চিন্তা-চেতনায়।
আমি ফিরব তোমার ঘুম ঘুম চোখের মিষ্ট কাঁপন হয়ে,
তোমার ডায়রির পাতায় লেখা কোন এক গল্পের নায়িকা হয়ে।
আমি ফিরব তোমার চায়ের পেয়ালায় দ্রুত চুমুক হয়ে,
আমি আসব চুপিসারে, তোমার ভালবাসা হয়ে,
আমি আসব জেনে রেখো প্রিয়,
তোমার ওই মন-মন্দিরেতে।



--- খালেদা শাম্মী


১৭ তম দিন
মে- ২০১৮


সর্বস্বত্ব সংরক্ষিত

ছবি- নেট

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:০১

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার অভিব্যক্তি।

তবে শত বছর পরে আসলে কী আর না আসলেই বা কী? নিজের সলিল সমাধি হওয়ার পর আসা না আসায় কিছু যায় আসে না।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:০৬

খালেদা শাম্মী বলেছেন: কাওসার ভাই, ধন্যবাদ। ভাল লেগেছে মন্তব্যটি পড়ে। বিশেষ করে শেষের কথাগুলি।
সত্যিই কিছু যায় আসে না তবুও ভাবনা থেকে যায়। ভাল থাকবেন এই কামনা।

২| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:০৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১১

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, এই শুভকামনা।

৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাম্মী!!
কবিতা কি ভাল হয়েছে???? P

একটা গান লিখার ইচ্ছে ছিল,
প্রথম পেজ, তাই লিখছি না!
কি জানি? গিনিপিগ বাহিনী আবার লাঠি নিয়ে তাড়া করে নাকি?? :P

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৬

খালেদা শাম্মী বলেছেন: নিজাম সাহেব, প্রশ্নটার মানে কিন্তু বুঝিনি। আপনি পড়েছেন এতেই খুশি আমি। :)
লিখুন গান জলদি। আর কত গানের অপেক্ষায় রাখবেন বলুন! লাঠির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে লিখে ফেলুন।
অপেক্ষায় আছি আমরা।

৪| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আহা, এমন ক‌রে কেউ এ‌লে তো জীবন সার্থক। আপনার সুন্দর কা‌ব্যের জন্য এ প্লাস দিলাম।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৭

খালেদা শাম্মী বলেছেন: এ প্লাস পেয়ে আনন্দ হচ্ছে। আর দোয়া করছি এমন কেউ যাতে আপনার জীবনে জলদি আসে। শুভকামনা রইল।

৫| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"কবিতা কি ভাল হয়েছে??"
জানেনই তো আমি কবিতা কম...:P
তাই লেখক ও পাঠকে জিজ্ঞাসা করলাম, কবিতা কি আসলেই ভাল হয়েছে?:P


সামনে রমজান! নো গানা।।:)

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৩

খালেদা শাম্মী বলেছেন: একজন গানপ্রিয় মানুষকে অনুপ্রেরণা যোগাতে গানের কথা বলেছি। রমজান মাসে নো গানা, সহমত। ঐ প্রশ্নের উত্তর নেই যে!
ভাল কাটুক সময় আপনার নিজাম সাহেব।

৬| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
একদিন দিয়েছিলে যেই ভালোবাসা,
ভুলে গেছ আজ তার ভাষা!
জানি আমি,- তাই
আমিও ভুলিয়া যেতে চাই
একদিন পেয়েছি যে-ভালোবাসা
তার স্মৃতি- আর তার ভাষা;


আপনার কবিতা পড়ে জীবনানন্দ দাশ এর এ কবিতার কথা মনে পড়ে গেল ।।


ভালো লিখেছেন ++

শুভ কামনা ।

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৯

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার দেয়া এই কবিতা পড়ে ভাল লাগছে। প্লাস দেয়াতেও আনন্দ হচ্ছে। আপনার জন্যও শুভকামনা রইল। ভাল থাকবেন সবসময়।

৭| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমিও মন্ডল ভায়ের সঙ্গে বলছি, কী কবিতা হয়েছে এ। এরপরে আমরা একশ বছর অপেক্ষা করবো? তারপরে প্রেম? সোজাভাবে দাঁড়াতে পারবো বলে মনে হয়না। যাক শেষে বলি কবিতাতে লাইক দিয়েছি ।

অনেক অনেক শুভ কামনা রইল।

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৩

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাই। যেদিনই হোক, তবুও বহু মানুষের কিছু পবিত্র অনুভূতির জয় হোক। আপনি পড়েছেন এতেই আনন্দিত। অনেক শুভকামনা আপনার জন্য।

৮| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:২২

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর,মিষ্টি কবিতা।

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৪

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ তারেক ভাই। ভাল কাটুক আপনার সময়, এই শুভকামনা।

৯| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আজ বাংলার আকাশে চাঁদ দেখা না গেলেও আগামীকাল থেকে রোজা।
সংযমে থাকুন।
রমজানুল মোবারক জানবেন সবাই।

১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

খালেদা শাম্মী বলেছেন: আপনাকেও রমজানুল মোবারক। এই কবিতা এখন প্রকাশ করলেও আগের লেখা। ধন্যবাদ এবং সংযম এর মাসের জন্য শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.