নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

অন্তরাত্মা

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬



তোমার প্রাণোচ্ছল হাসিতে কাঁপবে শহর,
তোমার ভাল লাগার এক মুহূর্তকাল,
হয়ে যাবে এক হাজার বছরের সমান্তর।

তোমার বিষাদশূন্য মুখখানিতে ক্ষণিক ক্ষণিকে
আছড়ে পড়বে উচ্ছল হাসির লহর।
তোমার চোখের ওই সিন্ধু সমান গভীরখাদে
উপচে পড়বে ভালবাসা নামের মিছে বহর।

কোথাও কেউ থাকবেনা বুঝতে তোমার একাগ্র হৃদয়,
নারী! আমি তোমার অন্তরাত্মা,
আমিই তোমার একার আপন! তোমার প্রতিটি প্রহর!



--- খালেদা শাম্মী



২৬তম দিন
আগস্ট - ২০১৮


সর্বস্বত্ব সংরক্ষিত

ছবি- নেট

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: সুন্দর কবিতা, আপু । ভালো লেগেছে ।

অনেকদিন পর আপুকে পেয়ে ভালো লাগলো সাথে সুন্দর একটি কবিতা ।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

খালেদা শাম্মী বলেছেন: সামু পরিবারে এসেই এত দারুণ মন্তব্য পেয়ে ভাল লাগছে ভাইয়া। অনেক ধন্যবাদ। ভাল কাটুক আপনার প্রতিটা সময়। এই শুভকামনা।

২| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯

কথার ফুলঝুরি! বলেছেন: @সামু পরিবারে এসেই এত দারুণ মন্তব্য পেয়ে ভাল লাগছে ভাইয়া-- হাহাহা =p~ এই প্রথম আমার নাম নিয়ে এমন হল =p~ যাই হোক, ভাইয়া না আপু :P

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

খালেদা শাম্মী বলেছেন: উফসসস, ইশ! ভুলটা করেই ফেললাম বুঝি! দুঃখিত আপু। :( তবে এমন ভুল আর না করার পণ করলাম। :)

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
কবি,
আপনার কবিতা পড়ে খুব আনন্দ পেলাম।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮

খালেদা শাম্মী বলেছেন: এখানেই কবিতা লেখার স্বার্থকতা। আপনি কবিতা পড়ে আনন্দ পেয়েছেন জেনে ভাল লাগল। ভাল থাকবেন এই শুভকামনা।

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! প্রতিটা হৃস্পন্দন যেন মেপে দেখতে চাওয়া

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

খালেদা শাম্মী বলেছেন: ধন্যবাদ আপনাকে এই দারুণ মন্তব্যের জন্য। কবিতা পাঠ করেছেন জেনে ভাল লাগল। ভাল কাটুক আপনার প্রতিটা প্রহর, এই শুভকামনা।

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

খালেদা শাম্মী বলেছেন: পড়েছেন জেনে ভাল লাগছে। ধন্যবাদ আপনাকে। ভাল কাটুক আপনার প্রতিটা সময়, এই শুভকামনা।

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়ে আরাম পাওয়া গেল ।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

খালেদা শাম্মী বলেছেন: কবিতা পড়ে আরাম পেয়েছেন জেনে ভাল লাগল। আরও ভাল লেগেছে এমন অসাধারণ মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

৭| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

ফেনা বলেছেন: "আমিই তোমার একার আপন! তোমার প্রতিটি প্রহর!"
তোমার প্রহর পাহারা দিতে
দিচ্ছি জীবন বিঃসর্জন।

তুমি কভু দেখছ চেয়ে -
আমি তোমার কতই আপনজন!

বিলাপ করে দিনে আলো
বিলাপ করে বাতাস;
বিলাপ করে অন্ধকারে; নির্জনতার ছায়া।

তার পরও-
তোমার প্রহর পাহারা দিতে
ঠায় দাড়িঁইয়েই আছি।
কারণ- "আমিই তোমার একার আপন! তোমার প্রতিটি প্রহর!"


(খালেদা শাম্মী-কে)

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

খালেদা শাম্মী বলেছেন: হাহাহা, আপনি দেখছি ওই এক লাইন নিয়েই আছেন আর এত বড় লেখাও লিখে ফেললেন! সাধু! সাধু!

৮| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর লিখেছেন আপু,
অনেকদিন পর আপবাকে দেখে ভাল লাগলো।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য পেয়ে আমারও ভাল লাগছে। ভাল থাকবেন সবসময়, এই শুভকামনা।

৯| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! আপু বেশ সুন্দর কবিতা হয়েছে।


শুভেচ্ছা নিয়েন।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬

খালেদা শাম্মী বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাইয়া। অনুপ্রাণিত হলাম। ভাল কাটুক আপনার সময়, এই শুভকামনা।

১০| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

আহ! ভীষণ গভীর! খুবই ভাল লাগা!

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

খালেদা শাম্মী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ এবং শুভকামনা।

১১| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৫

ডার্ক ম্যান বলেছেন: কবিতা পড়ে আফসোস হচ্ছে কেন নিজে কবিতা লিখতে পারি না।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

খালেদা শাম্মী বলেছেন: মন্তব্য দেখে কি বলব বুঝতে পারছিনা যে! আপনি কবিতা পড়েছেন এতেই আনন্দিত আমি। ধন্যবাদ এবং শুভকামনা রইল।

১২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আবার কবিতা???:(


আগষ্টের ২৬তম দিনে হাজির হওয়া শাম্মী সাহেব কি আবার বনবাসে যাবে???

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

খালেদা শাম্মী বলেছেন: জ্বী, এবার না হয় কবিতাই রইল, সমসাময়িক অনেককিছু নিয়েই লিখতে ইচ্ছে হয়। লিখব আশা রাখি। বনবাসে যাবার ইচ্ছে কখনোই হয়না তবে ব্যস্ততা কমার অপেক্ষায় থাকি সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়ার এবং মন্তব্য করার জন্য। ভাল থাকবেন এই শুভকামনা।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৭

বাকপ্রবাস বলেছেন: কোথাও কেউ থাকবেনা বুঝতে তোমার একান্ত হৃদয় লাইনটাতে এসে আটকে গেলাম, কেমন যেন খাপছাড়া মনে হচ্ছিল, পরে নিজ থেকেই থাকবেনা এর পর একটু থেমে বা কমা বসিয়ে পড়লাম, এবার সমস্যা হলনা।

কবিতা ভাল লেগেছে।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫

খালেদা শাম্মী বলেছেন: কমাটা ইচ্ছে করেই দেইনি। বুঝতে শব্দটিতে জোর দিতে এই লাইনটিতে এক সেকেন্ডের দূরত্ব দিতে ইচ্ছে হয়নি। আপনি কবিতা পড়েছেন এবং আপনার ভাল লেগেছে এখানেই কবিতাটি লেখার সার্থকতা। ধন্যবাদ এবং শুভকামনা।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬

বিজন রয় বলেছেন: আপনার একান্ত আপন কথাগুলো প্রকাশিত হয়েছে।

আমার একটি প্রশ্ন.... পুরুষ কি কারো অন্তরাত্মা হতে পারে না?

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

খালেদা শাম্মী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। কঠিন প্রশ্নটির জন্যও। আসলে দিনশেষে আমরা প্রত্যেকেই হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। জীবন নামক হিসাব নিকাশ। প্রত্যেকেই জীবনের কোন না কোন বাঁকে নিজেকে একা খুঁজে পায়। সেই এক মুহুর্তের বর্ণনাই দেয়া হয়েছে যেখানে কেউ পাশে থাকেনা। ঠিক এই কথাগুলো প্রযোজ্য প্রত্যেক স্বতন্ত্র স্বত্বার জন্য। কাউকে অন্তরাত্মা বানানো কি আসলেও সম্ভব! আমার মনে হয়না। আবারও ধন্যবাদ। ভাল থাকবেন এই শুভকামনা।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, এই শুভকামনা।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১

শিখা রহমান বলেছেন: কবিতায় ভালোলাগা আর কবিকে শুভকামনা। ভালো লেগেছে।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। ভাল কাটুক আপনার প্রতিটি প্রহর, এই শুভকামনা রইল।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.