নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাধীন,মুক্ত চিন্তার অধিকারী...

খালিদ ইমদাদ

প্রতিমুহুর্তে মৃত্যুর দিকে ধাবিত

খালিদ ইমদাদ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে ভারতের সহযোগীতার উদ্দেশ্য

২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৫

'ভারত ৭১্ররে আমাদের সহযোগীতা করেছিলো' এই বয়ান একটা ইতিহাস অজ্ঞ গোষ্ঠীর নগ্ন মিথ্যাচারিতা। আল্টিমেটলি ভারত চাইছিল পাক উপনিবেশ থেকে মুক্ত কইরা বাংলাদেশরে সিক্কিমের লাহান তাগো অন্তর্ভুক্ত করতে।অক্টোবরে হওয়া দিল্লির সরকারের সাথে প্রবাসী সরকারের ৭দফা চুক্তি।আমার মনে হইতো জাতি এই ইতিহাস জানে,কিন্তু কিছু লোকের আচরণে মনে হইলো এরা এই নিয়া অজ্ঞ।তাই নতুন কইরা পুরনো দিনের আলাপ জুইড়া দিলাম।

সে ৭দফা মৈত্রী (গোলামী) চুক্তিগুলোঃ-
১. যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে। বাকীদের চাকুরীচ্যুত করা হবে এবং সেই শুন্যপদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা।

২. বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে (কতদিন অবস্থান করবে, তার সময়সীমা নির্ধারণ করা হয়নি)। ১৯৭২ সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এ সম্পর্কে পুনরীক্ষণের জন্য দু'দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

৩. বাংলাদেশের কোন নিজস্ব সেনাবাহিনী থাকবে না।

৪. অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে।

৫. সম্ভাব্য ভারত-পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে।

৬. দু'দেশের বানিজ্য হবে খোলা বাজার (ওপেন মার্কেট) ভিত্তিক। তবে বাণিজ্যের পরিমান হিসাব হবে বছর-ওয়ারী এবং যার যা পাওনা, সেটা স্টার্লি-এ পরিশোধ করা হবে।

৭. বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারক যতদূর পারে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেবে।

আশা করি,এই চুক্তির প্রভাব কতোটা ভয়ংকর হতে পারে সবাই বুঝবেন।

প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষে সাত দফা গোপন চুক্তিতে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। চুক্তিপত্রে স্বাক্ষর দানের পরপরই তিনি অজ্ঞান হয়ে যান।এই চুক্তি কোনদিন ভারত এবং বাংলাদেশ কোন সরকারই প্রকাশ করেনায়।বঙ্গবন্ধু দেশে আইসা এগুলো জানতে পাইরা ব্যাপক ক্ষেইপা যায়।সর্বাত্তোক চেষ্টা করেন এগুলো প্রত্যাহারের ।কিছু সফল হোন ,কিছু ব্যার্থ।

তথ্যসূত্রঃ
১। “জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫~অলি আহাদ,পৃষ্ঠা-৪৩৩,৪৩৪

২। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে র (RAW) ও সিআইএ (CIA)~
মাসুদুল হক, পৃষ্ঠা- ৮০


৩।দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা~মুহাম্মদ নূরুল কাদির,পৃষ্ঠা-৩২৫

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



ভারতের নিজস্ব নিম্নবর্ণের লোকজন আছে, ওরা আপনাকে চায়।

২| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



দেশে আপনার মতো বুদ্ধিমান ও পেশাদার মানুষ জন্ম নিলে, দেশ নিজের থেকেই সিকিম কিংবা ইয়েমেন হয়ে যাবে।

২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:১৯

খালিদ ইমদাদ বলেছেন: তথ্যের পালটা তথ্য,যুক্তির প্রতিযুক্তি দেন।অহেতুক কথা বলে নিজের অজ্ঞতার পরিচয় দিবেননা।

৩| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আন্তর্জাতিক পর্যায়ে কোনো দেশই নিজের স্বার্থ ছাড়া অন্য দেশকে সাহায্য করবে না। কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্কও নিজ দেশের স্বার্থ সিদ্ধির জন্যই স্থাপন করা হয়। যুদ্ধে অন্য দেশকে সাহায্য করাও সেই কূটনীতির অংশ। অস্থায়ী রাষ্ট্রপতি পোস্টে উল্লেখিত চুক্তি করলেও কার্যক্ষেত্রে সেগুলো বাস্তবায়িত হয় নি, এবং সেটা বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও শক্তিশালী নেতৃত্বের ফলেই সম্ভব হয় নি। আর ওগুলো ইনভ্যালিড হয়ে গেছে বলেই ওগুলোর এত প্রচার পায় নি। বেশি প্রচার পেয়েছিল ২৫ বছর মেয়াদী চুক্তিটা। সেটা তো শেষই হয়ে গেছে।

কোনো রাষ্ট্রই তার প্রতিবেশীকে তার চাইতে শক্তিশালী বা সমশক্তির দেখতে চায় না, নিজেদের নিরাপত্তার জন্যই। এ জন্য কোনোকিছু করার সুযোগ সৃষ্টি হলে সে করবেই। আশা করি এ কথাটা বোঝাতে পেরেছি।

ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৪

খালিদ ইমদাদ বলেছেন: নিজের স্বার্থ ছাড়া অন্য দেশকে সাহায্য করবে না মানে কি এতোকিছু নিবে?এতো ভয়ঙ্কর যা অন্য দেশের স্বাধীনতা ,সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ হবে?
চুক্তিগুলো বাস্তবায়ন হয়নি মানে এই না যে চুক্তিই হয় নি।বঙ্গবন্ধুর কিছু হয়ে গেলে বা তিনি যদি না আসতেন ঠিকই হয়ে যেত।

আপনার মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ ।

৪| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: ভারত ৭১ এ আমাদের সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের কোনো খারাপ উদ্দ্যেশ ছিলো না।

২৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৩১

খালিদ ইমদাদ বলেছেন: আপনে কিভাবে জানেন যে তাদের খারাপ উদ্দেশ্য ছিলোনা ,আর কেনোইবা মনে হলো?

৫| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ভারত আমাদের যুদ্ধে সহযোগিতা করেছে নিজের স্বার্থে যেমন এখন স্বার্থ হাসিল করতেছে

২৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৩০

খালিদ ইমদাদ বলেছেন: যতোটুকুনা সহযোগীতা করেছে,তারচেয়ে বেশী স্বার্থ হাসিল করেছে/করছে।

৬| ২৯ শে মার্চ, ২০২১ ভোর ৫:১৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এতোদিন কোথায় ছিলেন।হঠাৎ পুরনো পেছাল নিয়ে হাজির হলেন।বর্তমান নিয়ে কিছু বলুন।

২৯ শে মার্চ, ২০২১ রাত ১১:২৯

খালিদ ইমদাদ বলেছেন: অতীত থেকেই বর্তমান আসে।ভারত বাংলাদেশ বন্ধুত্ব এখনো এদেশের রাজনীতিতে গুরুত্ব বিষয়।এখানে বাংলাদেশ ভারতের বন্ধুত্বের একটা ছোট রূপ দেখানো হলো।

৭| ২৯ শে মার্চ, ২০২১ ভোর ৬:১৭

এভো বলেছেন: ভাই আপনি বাতিল চুক্তির কাহিণী নিয়ে এসেছেন। এই চুক্তি বংগবন্ধু দেশে ফিরে আসার পর বাতিল করে দেন এবং এরপর ২৫ বছর মেয়াদের চুক্তি করেন। এর পর বাতিল চুক্তিটিকে ২৫ বছর মেয়াদি চুক্তি বলে অপপ্রচার চালান হয়েছিল।

২৯ শে মার্চ, ২০২১ রাত ১১:২৮

খালিদ ইমদাদ বলেছেন: বাতিল করা হয়েছে এটা পরের আলাপ।চুক্তি হয়েছিল এটাই মূল পয়েন্ট।ভারত আমাদের কেমন বন্ধু এটা দেখানোই লক্ষ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.