নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯, বই ৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭.

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭



#বইমেলা২০১৯
#বই৩৩৩৪৩৫৩৬৩৭

৩৩. ৩৪. ৩৫. ৩৬. ৩৭.

৩৩.

লেখিকা তাসনিয়া আহমেদ, যার প্রথম বই দেখে আমি অবাক হয়ে যায়।

একটি মনে ভালো করে দেওয়া প্রেমের বই, ভালোবাসার বই, জীবনের ষোলোতম বছরের বই।

'বয়স যখন ষোলোই সঠিক' বইটার নামকরণ আরণ্যক বসুর বিখ্যাত কবিতা 'মনে থাকবে' থেকে। প্রিয় কবিতার প্রিয় লাইন থেকে নামকরণ করার পেছনে উদ্দেশ্য আরেকটা ছিল, পাঠককে বইয়ের গল্পগুলির, বিশেষত প্রেমের গল্পগুলির আবেদন বোঝানো।

ষোলো বছর বয়সটা হয় রঙিন, বাঁধভাঙা আবেগ আছড়ে পড়ে ষোলো বছরের সৈকতে। পাঠক যখন পড়বেন, পাঠক ফিরে পাবেন নিজের ষোলো বছরের আবেগকে, অনুভূতিকে, প্রেমকে।

বইটার বেশিরভাগ কাজ করা হয়েছে আমার ফাইনাল প্রফের ঠিক আগে আগে, কিছু কাজ ফাইনাল প্রফের মধ্যে। একজন মেডিক্যাল স্টুডেন্টমাত্রই বুঝতে পারবেন ফাইনাল প্রফ কী জিনিস।

ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না একজন মেডিক্যাল স্টুডেন্ট এই সময়টায় কী ভয়ংকর চাপের মধ্য দিয়ে যায়। ব্লকপোস্টিং এর রাতগুলিতে ক্লাস থেকে ফিরে বই নিয়ে বসতে হতো।

পড়া শেষ হতে হতে রাত দুটা-তিনটা। পরদিন সকাল সাতটায় আবার ক্লাস। কয়েকদিন পর শুরু হলো পরীক্ষা। নিঃশ্বাস ফেলার অবসর নেই। এরমধ্যেই আমি যতটুকু সময় পাই, ফোন কিংবা ল্যাপটপ নিয়ে বসি, গল্পগুলি পড়ি, প্রয়োজনে কাটছাট করি, পান্ডুলিপি গুছাই।

তারপরের গল্পটা অদ্ভূত রকমের সুন্দর। একে একে দেখলাম নিজের প্রথম বইয়ের প্রচ্ছদ, ফাইনাল করা পান্ডুলিপি, নিজের বই প্রথম স্পর্শ করার অনুভূতি, পুরোপুরি নিজের বইতে প্রথম অটোগ্রাফ- পুরোটাই এক অসম্ভব সুন্দর যাত্রার শুরু।

এই পথের যাত্রা অব্যাহত রাখতে চাই, যতোদিন বেঁচে থাকি।

বই : বয়স যখন ষোলোই সঠিক
লেখক : তাসনিয়া আহমেদ
প্রকাশনী : সতীর্থ প্রকাশনা
ধরণ : একক গল্প সংকলন
প্রচ্ছদ : মো. মাজমুন রহমান
পৃষ্ঠা : ৮০
মলাট মূল্য : ১৫০ টাকা
প্রি অর্ডার মূল্য : ৯৫ টাকা

★ প্রি-অর্ডার করতে পারবেন ২৯ জানুয়ারি, ২০১৯ বিকাল ৫টা পর্যন্ত।

৩৪.

নামঃ মায়াবী প্রস্থান - By Jony Ahmed
লেখকঃ জনি আহমেদ
ধরণঃ গল্পগ্রন্থ
প্রকাশনীঃ শব্দভূমি প্রকাশনা
প্রকাশকঃ সার্জিল খান

৩৫.

▣বই : মৃত্যুঘণ্টা
▣লেখক : Porag Wahid
▣ ধরন : থ্রিলার
▣ প্রকাশনী : এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী
▣ প্রকাশক : Neel Sadhu

আন্তর্জাতিক গবেষণা থেকে অবসর নিয়ে নিজের দেশেই গবেষণা শুরু করেন সাইন্টিস্ট জুলফিকার আলী। সব কিছু বেশ স্থিতিশীল থাকা সত্ত্বেও চরম আকস্মিকতা এবং রহস্যময়তার মধ্য দিয়ে তিনি একদিন নিখোঁজ হয়ে যান। ক্লু হিসেবে নিখোঁজ স্থল থেকে পাওয়া
যায় ভয়ংকর কিছু পায়ের ছাপ । দেশের প্রধান একজন বিজ্ঞানী নিখোঁজ হয়ে পড়ায় তোলপাড় শুরু হয় সারাদেশে। রহস্য সমাধানে
নেমে পড়ে সাইন্টিস্ট সাহেবের ছাত্র সাইফুল্লাহ কায়েস। সঙ্গে যোগ দেয় কায়েসের খালাতো ভাই শামস। খুঁজে বের করতে হবে সাইন্টিস্টকে। খুঁজে বের করতে হবে সেই চরণযুগল। যার পদাঙ্ক থেকেই রহস্যের শুরু।

রহস্য কী কখনো থমকে দাঁড়াবে! কেউ কী কখনো শুনতে পাবে শত সহস্র বছরের পুরোনো সেই প্রতিধ্বনি! কেউ কী শুনতে পাবে মৃত্যুঘণ্টার শব্দ!

৩৬.

লেখিকা ফাহিদা ফারজানা এর বই, যার নামটা অনিন্দ্য, মিষ্টি-আদুরে রোদের এক নাম!

চট করে রেগে যাওয়া মানুষ দুই ধরনের হয়। একদল চট করে রেগে গিয়ে ঝট করে থেমে যায়। অন্যদল চট করে রেগে দীর্ঘমেয়াদী রাগের সূচনা করে কেবল।

গল্পগ্রন্থ; বেলা অবেলার গল্প
বাবুই প্রকাশনী, স্টল নম্বর-৪৬২

৩৭.

এই প্রথম অমর একুশে বইমেলায় "ভূমি প্রকাশনা" থেকে প্রকাশিত হতে যাচ্ছে “নারী গল্প সংকলন-১”।
নারী পেইজের বাছাইকৃত ২০ জন নব লেখিকার লেখা গল্প নিয়ে সাজানো হয়েছে এই গল্প সংকলন।

বই : নারী | গল্প সংকলন-১
সম্পাদনা : খালিদ বিন মোজাহিদ
প্রকাশনী : ভূমিপ্রকাশ
ধরন : গল্প সংকলন
মলাট মূল্য : ২৫০ টাকা

#বইয়েরদুনিয়ায়স্বাগতম



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: আমার খুব কষ্ট হচ্ছে।
আমার একটা বই নেই। অথচ আমি তিনটা বইয়ের কাজ শুরু করেছিলাম।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: চালিয়ে যান ভাই, ইন শা আল্লাহ.... ভালো কিছু হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.